Categories: Mobiles

ফোনের জন্য এক্সক্লুসিভ কালার অপশন চালু করল Samsung, কোন মডেলে পাওয়া যাবে?

স্যামসাং (Samsung) গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Galaxy S23 সিরিজ লঞ্চ করেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এ বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি জুলাইয়ের শেষের দিকে অনুষ্ঠিত হবে, যেখানে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ফোল্ডেবল, Galaxy Fold 5 এবং Z Flip 5-এর পাশাপাশি Tab S9 এবং Watch 6 সিরিজের মতো একাধিক ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হবে। তার আগে স্যামসাং ফ্ল্যাগশিপ Galaxy S23 Ultra-এর জন্য ভারতে দুটি নতুন এক্সক্লুসিভ কালার অপশন চালু করেছে।

Samsung ভারতে আনল Galaxy S23 Ultra-এর এক্সক্লুসিভ দুটি কালার ভ্যারিয়েন্ট

গত ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া সামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তিনটি স্ট্যান্ডার্ড কালার অপশনে পাওয়া যায় – গ্রীন, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম। সাথে ফোনটি গ্রাফাইট এবং লাইমের মতো কিছু এক্সক্লুসিভ কালারেও উপলব্ধ। আর এখন রেড এবং স্কাই ব্লু নামে দুটি স্কিম বিদ্যমান গ্রাফাইট এবং লাইমের পাশাপাশি এক্সক্লুসিভ কালার ভ্যারিয়েন্টের তালিকায় যোগদান করেছে। উল্লেখযোগ্য বিষয়টি হল, এই নতুন রঙের বিকল্পগুলির দাম বৃদ্ধি করা হয়নি। এই শেডগুলি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভারতে ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর থেকে কেনা যাবে।

Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এ রয়েছে ৬.৮ ইঞ্চির কোয়াড-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে, যা ১-১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট এবং ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত, এটি ৩.৩৬ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডের সাথে উন্নততর পারফরম্যান্স প্রদান করে। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এ হিট ডিসিপেশনের জন্য ভেপার চেম্বার কুলিং রয়েছে। একটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সহ ফোনটি যথেষ্ট টেকসই। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই ৫.১ (OneUI 5.1) ইউজার ইন্টারফেসে চলে।

ফটোগ্রাফির জন্য, Galaxy S23 Ultra-এর রিয়ার ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), সুপার এইচডিআর এবং পিক্সেল এনহ্যান্সার সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৩x জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, ১০x জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং একটি ৩ডি টিওএফ সেন্সর উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে এআই (AI) অবজেক্ট অ্যাওয়ারনেস সহ একটি ১২ মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল ক্যামেরা বর্তমান। এটি ভিডিআইএস (VDIS) প্রযুক্তি সহ ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 Ultra-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, ফোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আল্ট্রা ওয়াইড ব্যান্ড (UWB) ক্ষমতা, আইপি৬৮ (IP68) রেটিং এবং একটি ইন-বিল্ট এস পেন স্টাইলাস। Samsung Galaxy S23 Ultra ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago