Samsung এই জনপ্রিয় স্মার্টফোন বন্ধ করে দেবে? নতুন রিপোর্টে বাড়ল জল্পনা

Published on:

Samsung May Discontinue A7x Series

২০১৯ সাল পর্যন্ত, Galaxy J সিরিজটি মিড-রেঞ্জ বাজারের জন্য স্যামসাং (Samsung)-এর যাবতীয় পরিকল্পনার একটি ভিত্তি হিসেবে কাজ করেছিল। তবে, পরবর্তীকালে Galaxy A লাইনআপটি J-সিরিজের ভূমিকায় অবতীর্ণ হয়, যা ইতিমধ্যেই Galaxy A53, A23-এর মতো একাধিক ভ্যালু-ফর-মানি স্মার্টফোন নিয়ে এসেছে। এছাড়াও, এই সিরিজে A72 এবং A73-এর মতো কিছু প্রিমিয়াম গ্যালাক্সি হ্যান্ডসেটও রয়েছে। তবে, এখন শো হচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সম্ভবত আগামী বছর Galaxy A74 মডেলটি লঞ্চ করবে না।

Samsung Galaxy A7x সিরিজ বন্ধ হয়ে যেতে পারে

গ্যালাক্সিক্লাবের দাবি, স্যামসাং তাদের গ্যালাক্সি এ৭x সিরিজটি বন্ধ করার পরিকল্পনা করছে, যার অর্থ ২০২৩ সালে আর কোনও গ্যালাক্সি এ৭৪ মডেল বাজারে আসবে না। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন এ-সিরিজের স্মার্টফোন, যেমন গ্যালাক্সি এ৫৪ এবং গ্যালাক্সি এ১৪ সম্পর্কে সম্প্রতি অনেক তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গ্যালাক্সি এ৭৪ সম্পর্কিত কোনও বিবরণই প্রকাশ্যে আসেনি। ডিভাইসটিকে এখনও কোনো সার্টিফিকেশন সাইটে দেখা যায়নি এবং এর কোনও ফার্মওয়্যারও নেই।

তবে, প্রতিবেদনটি সম্পূর্ণ অনুমান-নির্ভর এবং স্যামসাংয়ের পক্ষ থেকে এখনও গ্যালাক্সি এ৭x সিরিজ বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করাও হয়নি। তাই এটাও সম্ভব যে, স্যামসাং গ্যালাক্সি এ৭৪ বিকাশের পর্যায়ে রয়েছে এবং আগামী বছর কোনও এক সময় লঞ্চ হতে পারে।

জানিয়ে রাখি, Galaxy A72 এবং A73 মডেলগুলি হল মিড-রেঞ্জ স্মার্টফোন যা স্পেসিফিকেশন ও দামের দিক থেকে ফ্ল্যাগশিপ এবং বাজেট রেঞ্জের মডেলের মাঝামাঝি অবস্থান করে। এগুলি যথেষ্ট উৎকৃষ্ট মানের ডিসপ্লে, উন্নত ক্যামেরা সেটআপ এবং মাঝারি মানের প্রসেসর অফার করে। যদিও, এই ফোনগুলি ঠিক পারফরম্যান্স-ভিত্তিক নয়, তবুও নিয়মিত ব্যবহারের জন্য যথেষ্ট কার্যকরী।

এদিকে স্যামসাং বর্তমানে A সিরিজের অধীনে Galaxy A54 মডেলটির ওপরও কাজ করছে, যা শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি সম্প্রতি এক্সিনস ১৩৮০ প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে এবং সাইটের সিঙ্গেল-কোর টেস্টে ৭৭৬ পয়েন্ট ও মাল্টি-কোর টেস্টে ২,৫৯৯ পয়েন্ট অর্জন করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে সম্ভবত ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য, Galaxy A54-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করতে পারে।

সঙ্গে থাকুন ➥