Categories: Mobiles

Samsung এর ফোন কিনেছেন? আপনার ব্যবহার করা মোবাইলেই প্রথম Android 14 আসতে পারে

গুগল (Google) চলতি বছরের শুরু থেকেঅই অ্যান্ড্রয়েড ১৪-এর ডেভলপার প্রিভিউ প্রকাশ করা শুরু করেছে। সংস্থাটি ইতিমধ্যেই ডেভলপার প্রিভিউয়ের জন্য একাধিক আপডেট রোলআউট করেছে। তারপর এপ্রিল মাসে Android 14-এর প্রথম বিটা রিলিজ হয়। আর আই/ও ২০২৩ (I/O 2023) ইভেন্টের সময়, গুগল অ্যান্ড্রয়েড ১৪-এর দ্বিতীয় পাবলিক বিটা ভার্সন প্রকাশ করে। তবে স্যামসাং (Samsung)-কে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু কয়েক মাসের মধ্যে, স্যামসাং Android 14 নির্ভর OneUI 6.0 আপডেট বেশ কয়েকটি মডেলে রোল আউট করবে। কোন গ্যালাক্সি ফোনে প্রথম One UI 6.0 আপডেট পাবে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 সিরিজে প্রথম OneUI 6.0 (Android 14) আপডেট আসতে পারে

স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপগুলি সাধারণত মেজর ওয়ান ইউআই আপগ্রেড পাওয়ার ক্ষেত্রে প্রথমে থাকে। চলতি বছর, গ্যালাক্সি এস২৩ সিরিজও প্রথম ওয়ান ইউআই ৬.০ সফ্টওয়্যার আপডেটটি পাবে বলে আশা করা হচ্ছে, যেটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে চলবে।

তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৩ ছাড়াও, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং জেড ফ্লিপ ৫ সহ অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে ওয়ান ইউআই ৬.০ বিটা প্রোগ্রাম রিলিজ করবে। বিটা প্রোগ্রাম ইউজারদের স্টেবলে ভার্সনের আগে নতুন সফ্টওয়্যারটি ব্যবহার করার সুযোগ দেবে। অবশেষে, কিছু মিড-রেঞ্জ ফোনও ওয়ান ইউআই ৬.০ বিটা সংস্করণ পাবে। তবে কয়েকটি গ্যালাক্সি ফোন এবং ট্যাবলেট রয়েছে, যেগুলি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ (OneUI 6.0) আপডেট পাবে না।

OneUI 6.0 Beta আগস্টে লঞ্চ হতে পারে

সামসাং এখনও তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ আপডেটের জন্য কোনও নির্দিষ্ট প্রকাশের তারিখ ঘোষণা করেনি। তবে আশা করা যায় যে, আপডেটটি ২০২৩ আগস্টের প্রথম দিকে রোল আউট করা শুরু হবে, কেননা One UI 5.0 Beta -ও গত বছরের আগস্টের শুরুতে আত্মপ্রকাশ করেছিল। Android 14-এর স্টেবল পাবলিক বিল্ড আগামী দুই মাসের মধ্যে রোলআউট শুরু হতে পারে। অবশ্য এগুলি সবই জল্পনার স্তরে রয়েছে। সুতরাং, কবে স্যামসাং OneUI 6.0 Beta প্রোগ্রাম ঘোষণা করবে, তা জানতে স্যামসাংয়ের পক্ষ থেকে অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago