দাম বাড়লো Bajaj CT ও Platina এর সমস্ত মডেলের, জানুয়ারি থেকে বাড়ছে Hero বাইকের দামও

Pulsar ও Avenger-এর পর এবার Bajaj তার CT ও Platina রেঞ্জের বাইকগুলির দাম বৃদ্ধির পথে হাঁটলো। মডেল অনুযায়ী বাজাজ, CT ও Platina রেঞ্জে থাকা বাইকগুলির দাম সর্বনিম্ন ৭৯ টাকা থেকে ২,৩১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। আসুন দিল্লির এক্স শোরুম অনুযায়ী এই বাইকগুলির নতুন দাম জেনে নিই।

Bajaj CT 100

Bajaj CT 100 KS Alloy-এর দাম ২,৩১০ টাকা বেড়ে এখন হয়েছে ৪৬,৪৩২ টাকা। আবার CT 100 ES Alloy-এর দাম ৫৩৪ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৫২,৩৩৬ টাকা।

Bajaj CT 110

Bajaj CT 100 ES Alloy-এর দাম ৭৪৩ টাকা বেড়েছে। ফলে এটি কেনার জন্য এখন ৫২,৮৯০ টাকা খরচ করতে হবে।

Platina 100

Platina 100 KS Alloy-এর দাম ৭৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন হল ৫০,৬৭১ টাকা। Platina 100 ES Drum ও Platina ES Disc, দুটি মডেলেরই দাম ১,২৯৯ টাকা করে বেড়ে নতুন দাম হয়ে হয়েছে যথাক্রমে ৫৯,৯০৪ টাকা এবং ৬২,১২৫ টাকা।

Platina 110 H-Gear Disc

বাজাজের এই মডেলের দাম বর্তমানে ৪৪৮ টাকা বেড়ে হয়েছে ৬৩,৪৭৫ টাকা।

দাম বাড়লেও ভারতে কমিউটার সেগমেন্টে এগুলি সবচেয়ে পকেট সাশ্রয়ী বাইক হিসেবে এখনও নিজের পরিচিতি বজায় রেখেছে। অন্যদিকে ভারতের পয়লা নম্বর টু-হুইলার ব্রান্ড Hero Moto Corp নতুন বছরের প্রথম দিন থেকেই তার সমস্ত মডেলের দাম ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে।