ফের ভারতের ডঙ্কা বাজবে বিশ্বজুড়ে, ১১০ ল্যাপটপ ও ট্যাবলেট নির্মাতা পেল সরকারের থেকে বিশেষ সুবিধা

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১১০টি সংস্থা ভারতে ল্যাপটপ আমদানির অনুমোদন পেল

গত আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার বিদেশী সংস্থাগুলিকে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে উৎসাহিত করার জন্য ‘প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ ২.০’ (PLI 2.0) স্কিমের ঘোষণা করে। প্রতিশ্রুতি মতো স্কিমটি গতকাল অর্থাৎ ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে। আজ থেকে তিন মাস আগেও গুটিকয়েক ব্র্যান্ড বাদে বিশেষ কেউ এই স্কিমের অধীনে আসতে রাজি ছিল না। বিশেষত Apple এই সিদ্ধান্তের কারণে এদেশে তাদের ল্যাপটপ লঞ্চ করা বন্ধ করে দেবে বলে সাফ জানিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় বহু সংস্থা তাদের মত পরিবর্তন করে PLI 2.0 স্কিমের অধীনে আবেদন করেছে। রয়টার্স -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, জমা পড়া আবেদনের ভিত্তিতে ভারত সরকার দ্বারা মোট ১১০টি সংস্থা নতুন ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এদেশে ল্যাপটপ, ট্যাবলেট সহ অন্যান্য পার্সোনাল কম্পিউটিং পণ্য আমদানি করার জন্য অনুমোদিত হয়েছে। এই তালিকায় সামিল রয়েছে – Apple, Samsung, Dell, Lenovo, Acer, Xiaomi, ASUS, and IBM -এর মতো একাধিক নামজাদা ব্র্যান্ড।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১১০টি সংস্থা ভারতে ল্যাপটপ আমদানির অনুমোদন পেল

গত আগস্ট মাসে ‘ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড’ (DGFT), ভারত সরকার HSN code 8741 -এর অধীনে কম্পিউটিং প্রোডাক্ট (ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পিসি এবং আল্ট্রা-স্মল কম্পিউটার) আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সাথে আরো জানানো হয় যে, এই সিদ্ধান্তটি স্বয়ং ‘মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ -এর থেকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে। ১লা নভেম্বর অর্থাৎ PLI 2.0 স্কিম কার্যকর করার আগে পর্যন্ত আমদানিকারকরা বিনা লাইসেন্সেই চালানকার্য সচল রাখতে পারবে। তবে এই তারিখের পর HSN 8741 প্রোডাক্ট আমদানি করার জন্য সংস্থাগুলির কাছে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হবে।

জানিয়ে রাখি, HSN 8741 কোডটি ডেটা প্রসেসিং মেশিনের আমদানি ও রপ্তানির সাথে সম্পর্কযুক্ত। সদ্য কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা – বৈধ লাইসেন্সধারী সংস্থাগুলিকে রিসার্চ ও ডেভলপমেন্ট, বেঞ্চমার্কিং, রিপেয়ারিং / মেরামত এবং প্রোডাক্ট ডেভলপমেন্টের মতো কাজ করার উদ্দেশ্যে চালান প্রতি ২০টি করে HSN 8741 প্রোডাক্ট আমদানি করার অনুমতি দেবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আইটি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং HP, Dell, ASUS, Acer -এর মতো একাধিক সংস্থার প্রতিনিধিরা একটি বৈঠকে সামিল হন। যারপর গুঞ্জন শোনা যায় যে, ভারত সরকার হয়তো ল্যাপটপ আমদানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করতে পারে। কেননা ব্র্যান্ডগুলি সময় স্বল্পতার প্রশ্ন তুলে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। যদিও পরবর্তী সময়ে খবর আসে, সংস্থাগুলি স্থানীয়ভাবে প্রোডাক্ট নির্মাণে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য দু’মাসের অধিক সময় চেয়েছে।

যারপর রয়টার্স -এর একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়, ভারত সরকার মোট ১১০টি টেক সংস্থাকে কোনো অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন ছাড়াই পার্সোনাল কম্পিউটিং হার্ডওয়্যার আমদানি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে অনুমোদনপ্রাপ্ত সংস্থাগুলিকে ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন ‘ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ স্কিমের আওতায় আমদানির পরিমাণ ও মূল্য বাধ্যতামূলকভাবে ঘোষণা করতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

ভারত সরকারের তরফ থেকে আরো জানানো হয়েছে যে, Apple, Samsung, Dell, Lenovo সহ বাদবাকি ১০৬টি কম্পিউটিং ডিভাইস নির্মাতাদের ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৈধ অনুমোদন সহ একটি নির্দিষ্ট পোর্টালে আমদানি বিষয়ক ডেটা এন্টার করতে হবে। যারপর, ব্র্যান্ডগুলি দ্বারা জমা দেওয়া ডেটা পর্যবেক্ষণ করে দেখা হবে।