Samsung ফোনে দেখা যেতে পারে Tensor প্রসেসর, পরীক্ষা শুরু করল সংস্থা

গুগল (Google) তাদের Pixel লাইনআপের হ্যান্ডসেটগুলিতে উন্নত পারফরম্যান্সের জন্য নিজস্ব Tensor চিপসেট ব্যবহার করে থাকে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের পরবর্তী-প্রজন্মের ডিভাইসগুলিতে দ্বিতীয়-প্রজন্মের Tensor প্রসেসর ব্যবহার…

গুগল (Google) তাদের Pixel লাইনআপের হ্যান্ডসেটগুলিতে উন্নত পারফরম্যান্সের জন্য নিজস্ব Tensor চিপসেট ব্যবহার করে থাকে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের পরবর্তী-প্রজন্মের ডিভাইসগুলিতে দ্বিতীয়-প্রজন্মের Tensor প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, স্যামসাং (Samsung) পূর্বে গুগলকে তাদের চিপসেটটি ডিজাইন করতে সাহায্য করেছিল। আর এখন শোনা যাচ্ছে যে, এই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি গুগলের একটি নতুন চিপ পরীক্ষা করছে। তাই ভবিষ্যতে Google Pixel-এর পাশাপাশি Tensor প্রসেসর দ্বারা চালিত স্যামসাং স্মার্টফোনও বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, Google Pixel 6 এবং Pixel 6 Pro-তে ব্যবহৃত প্রথম-প্রজন্মের টেনসর চিপটি Exynos 2100-এর একটি উন্নত সংস্করণ। তাই পরীক্ষাধীন প্রসেসরটি অন্য কোনও Exynos চিপের উন্নত সংস্করণ হতে পারে।

নয়া Google Tensor চিপসেটটিকে কি এবার দেখা যাবে Samsung-এর ফোনে ?

গ্যালাক্সিক্লাব (GalaxyClub) সূত্রে জানা গেছে, স্যামসাং বর্তমানে দুটি নতুন চিপসেট পরীক্ষা করছে। তাদের মধ্যে একটি হতে পারে এক্সিনস ১২৮০-এর উত্তরসূরি, যা এক্সিনস ১৩৮০ নামে বাজারে আসবে। আর অপর চিপসেটটির মডেল নম্বর S5P9865, যা পরবর্তী প্রজন্মের গুগল টেনসর চিপসেট হতে পারে। আর এই অনুমানটি আরও যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে, কেননা প্রথম প্রজন্মের টেনসর প্রসেসরটির মডেল নম্বর ছিল S5P9845।

তবে, এটি টেনসর ২ চিপ না অন্য কোনও প্রসেসর তা এখনও স্পষ্ট নয়। কারণ, অঘোষিত S5P9865 (কোডনেম “Zum”) চিপসেটটি “রিপকারেন্ট” (Ripcurrent) কোডনেমের একটি ডেভেলপমেন্ট বোর্ডে পরীক্ষা করা হচ্ছে। আর এর আগে জানা গিয়েছিল যে, টেনসর ২ “ক্লাউডরিপার” (cloudripper) কোডনেমের একটি ডেভেলপমেন্ট বোর্ডে টেস্ট করা হয়েছিল। তাই, টেনসর ২ সম্ভবত পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো-তে ব্যবহার করা হবে। তাই এই রহস্যময় টেনসর চিপটি আগামী বছর লঞ্চ হতে চলা পিক্সেল ৮ সিরিজ এবং স্যামসাংয়ের কোনও পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, স্যামসাং S5E8835 মডেল নম্বর সহ একটি চিপসেটের ওপর পরীক্ষা করছে, যা Exynos 1280-এর ফলো-আপ চিপসেট হতে চলেছে৷ ইতিমধ্যেই বিভিন্ন মিড-রেঞ্জ গ্যালাক্সি স্মার্টফোনে Exynos 1280 প্রসেসরটি উপস্থিত রয়েছে৷ তাই উত্তরসূরি Exynos 1380 চিপটি কিছু মিড-রেঞ্জ হ্যান্ডসেটে ব্যবহার করা হবে বলে আশা করা যায়।