Categories: Mobiles

ফোনে নয়া আপডেট ইন্সটল করার পর সমস্যা, চিন্তায় ঘুম ছুটছে Samsung ব্যবহারকারীদের

স্যামসাং (Samsung) সম্প্রতি তাদের কিছু ফোনে Android 14 নির্ভর One UI 6 আপডেট রোলআউট শুরু করেছে। নতুন কাস্টম স্কিন সহ একাধিক আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে নির্বাচিত ফোনগুলিতে। তবে, লেটেস্ট One UI 6 সফ্টওয়্যার ইনস্টল করা কিছু স্যামসাং ফোন ব্যবহারকারী বর্তমানে ওলেড (OLED) স্ক্রিনে পিক্সেল শিফট ফিচার সম্পর্কিত একটি সমস্যার বিষয়ে অভিযোগ করেছেন, যার ফলে স্ক্রিন ‘বার্ন-ইন’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কি এই OLED স্ক্রিনের বার্ন-ইন সমস্যা?

ওলেড স্ক্রিনগুলি স্ক্রিন বার্ন-ইন হওয়ায় ক্ষেত্রে বিশেষভাবে সংবেদনশীল। বার্ন-ইন-এর সমস্যা স্ক্রিনকে স্থায়ীভাবে বিবর্ণ করে দেয়, যা ডিসপ্লের গুণমানকে প্রভাবিত করতে পারে। স্যামসাং তাদের ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিনের সাথে পিক্সেল সিফটিং (Pixel Shifting) নামে একটি ফিচার চালু করেছিল, যা বার্ন-ইন প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বৈশিষ্ট্যটি সদ্য প্রকাশিত ওয়ান ইউআই ৬ আপডেটে ত্রুটিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কিভাবে One UI 6 সফ্টওয়্যার Samsung ফোনের ডিসপ্লেকে প্রভাবিত করছে

ওয়ান ইউআই ৬ ভার্সনে আপডেট করার পর, ইউজাররা লক্ষ্য করেছেন যে স্ট্যাটাস বার আইকনগুলি আর সরানো যাচ্ছে না। রেডডিটে এক ইউজার আরও উল্লেখ করেছেন যে, সমস্যাটি একটি সাধারণ থ্রি-স্টেপ পরীক্ষার মাধ্যমে যাচাই করা যেতে পারে:

১. স্ট্যাটাস বার দৃশ্যমান থাকা অবস্থায় একটি স্ক্রিনশট নিতে হবে।

২. পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ পজিশনে পাঁচবার স্ক্রিনকে রোটেট করতে হবে।

৩. এবার স্ট্যাটাস বারের অবস্থান পর্যবেক্ষণ করতে স্যামসাং গ্যালারিতে স্ক্রিনশটটি দেখতে হবে।

কিছু ব্যবহারকারী আবার One UI 5 এবং One UI 6 – উভয় সফ্টওয়্যার ভার্সনে নেওয়া স্ক্রিনশটগুলিও শেয়ার করেছেন৷ তুলনা করে দেখলে, One UI 6-এর স্ট্যাটাস বারটি স্থির থাকে৷ এটি বার্ন-ইন প্রোটেকশন ফিচারের সাথে জড়িত একটি সম্ভাব্য সমস্যাকে নির্দেশ করে। পিক্সেল শিফ্ট ফিচারটি নেভিগেশন বারের জন্য কার্যকরী হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু স্ট্যাটাস বার আইকনগুলি স্থির হয়ে রয়েছে। এটি One UI 6.0 সংস্করণে একটি বাগ-এর সম্ভাব্য উপস্থিতি নির্দেশ করে।

ফোনএরিনা-এর রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু স্যামসাং স্মার্টফোন ইউজার রেডডিট থ্রেডে জানিয়েছেন যে, তারা একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটি One UI 6-এ বার্ন-ইন সিকিউরিটি ফিচারের কার্যকারিতা সম্পর্কে গ্রাহকদের মনে উদ্বেগ বাড়িয়েছে। আশা করা যায়, স্যামসাং একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করবে। তবে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এখনও এই সমস্যার কথা স্বীকার করে নেয়নি।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago