আপডেটের জন্য আর ফোন রিস্টার্টের দরকার নেই, Samsung আনছে নয়া প্রযুক্তি

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং (Samsung) তাদের অ্যানুয়াল ডেভেলপারস কনফারেন্সটি গত ১২ অক্টোবর আয়োজন করেছিল, যেখানে তারা ওয়ান ইউআই ৫ (One UI 5)-এর সাথে সম্পর্কিত প্রচুর নতুন ফিচার ঘোষণা করেছে এবং এও প্রকাশ করেছে যে, তারা অক্টোবরের শেষে ফ্ল্যাগশিপ Galaxy S22 সিরিজের হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সফ্টওয়্যারের স্টেবল (Stable) সংস্করণটি লঞ্চ করবে। ইভেন্টের পরে, এক স্যামসাং কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সংস্থাটি বর্তমানে নিরবচ্ছিন্ন আপডেটের ওপর কাজ করছে এবং তা পরবর্তী ওয়ান ইউআই ৬ (One UI 6)-এর সাথে প্রবর্তন করা হতে পারে। এছাড়াও, ওই কর্মকর্তা One UI 5-এর রোলআউট প্ল্যান সম্বন্ধেও তথ্য প্রকাশ করেছেন। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung নতুন One UI 6.0 আপডেটের সাথে তাদের ফোনে নিরবচ্ছিন্ন আপডেট আনতে চলেছে

অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের সাথে একটি সাক্ষাৎকারের সময়, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ান ইউআই ডেভেলপমেন্টের ইনচার্জ হাইসুন (স্যালি) জিয়ং জানিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি এবছরের মধ্যেই তাদের প্রায় সমস্ত কম্প্যাটিবল ফ্ল্যাগশিপ (ফোল্ডেবল ফোনগুলি এবং গ্যালাক্সি এস২১ সিরিজ সহ) হ্যান্ডসেটে স্টেবল ওয়ান ইউআই ৫.০ আপডেট চালু করার পরিকল্পনা করছে।

এছাড়াও, স্যালি নিশ্চিত করেছেন যে ওয়ান ইউআই টিম বর্তমানে ‘সিমলেস’ বা নিরবচ্ছিন্ন আপডেটগুলি অফার করার জন্য কাজ করছে এবং এটি আগামী বছর ওয়ান ইউআই ৬-এর সাথে রোল আউট হতে পারে। এই মুহূর্তে, গ্যালাক্সি স্মার্টফোনগুলির কোনওটিতেই অ্যান্ড্রয়েডের সিমলেস আপডেট ফিচারটি নেই, যার অর্থ আপডেট ইনস্টলেশনের জন্য ফোনগুলি মেন্টেনেন্স মোডে রিবুট হবে, যা ডিভাইসটি ব্যবহার করার আগে ব্যবহারকারীকে ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য করবে৷ এই নয়া ফিচারটি চালু হলে, স্যামসাং ফোনগুলি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আপডেট গ্রহণ করবে ও তা ইনস্টল করবে। আর ইনস্টলেশন শেষ হওয়ার পরে নিজে থেকেই রিবুট হবে।

তবে, ক্রোমবুক এবং টিভিগুলিতে ওয়ান ইউএই আসার যে জল্পনাটি শোনা যাচ্ছিল, স্যামসাং কর্মকর্তা তা অস্বীকার করেছেন। তিনি বলেন যে, ভবিষ্যতে টিভি বা ক্রোমবুকের মতো অন্যান্য স্যামসাং ডিভাইসে ওয়ান ইউআই নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য, স্যামসাং গত কয়েক মাস ধরে আসন্ন One UI 5 সংস্করণটি পরীক্ষা করছে। ইতিমধ্যেই জানা গেছে যে, অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের লেটেস্ট Galaxy S22 ফ্ল্যাগশিপ সিরিজে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্টেবল ফার্মওয়্যার আপডেটটি রোল আউট করবে