Categories: Mobiles

পাত্তা পেল না Xiaomi, Apple! ভারতীয় স্মার্টফোন মার্কেট Samsung এর দখলে

২০২৩ সালের শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে স্মার্টফোনের বিক্রয় একলাফে ২০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে Samsung, Xiaomi এবং Vivo এই সময়ে সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন বিক্রি করে তালিকার শীর্ষ তিনটি স্থান দখল করে নিয়েছে। অবাক করার বিষয়, Apple আশানুরূপ পারফরম্যান্স দিতে পারেনি এই কোয়ার্টারে। তবে প্রত্যেক স্মার্টফোন ব্র্যান্ডের মিলিত সেলের পরিসংখ্যান দেখলে, গোটা ২০২৩ সাল জুড়ে দেশে ১৪৮ মিলিয়ন বা ১৪.৮ কোটিরও বেশি মোবাইল বিক্রি হয়েছে। এক্ষেত্রে সংস্থাগুলির সেল মূলত বছরের দ্বিতীয়ার্ধে পৌঁছে অর্থাৎ উৎসবের মরসুমে বেড়েছে। রিসার্চ ফার্ম ক্যানালিস (Canalys) -এর রিপোর্ট অনুসারে, অফলাইন রিটেল চেইনগুলি ২০২৩ সালের এই সময়টা মোবাইলের বিক্রয় বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০২৩ সালের চতুর্থ কোয়ার্টারে সর্বাধিক সংখ্যক স্মার্টফোন বিক্রেতা সংস্থা হল Samsung। গত বছরে আত্মপ্রকাশ করা Galaxy S23 সিরিজের মডেলগুলি সংস্থাটির সামগ্রিক বিক্রয়কার্য বাড়ানোয় যথেষ্ট সহায়তা করেছে। আবার মিড-রেঞ্জের Galaxy A এবং Galaxy M সিরিজের ডিভাইসগুলির থেকেও নজরকাড়া সেল এসেছে। এই দুটি সিরিজ অনলাইন এবং অফলাইন উভয় বিভাগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষত সংস্থার এক্সক্লুসিভ স্টোর এবং ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল -এর মতো অফলাইন রিটেল পার্টনারদের মাধ্যমে এই তিনটি সিরিজের স্মার্টফোন ব্যাপক বিক্রি হয়েছে।

Xiaomi আছে তালিকার দ্বিতীয় স্থানে। যদিও ২০২৩ সালের প্রথম কয়েক মাসে সংস্থাটির ব্যবসা ভালোই মন্দা চলছিল। তবে পরবর্তীতে এই চীনা ব্র্যান্ডটি বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে স্মার্টফোন লঞ্চ করার কাজে অধিক ফোকাস করার পর সেল বেশখানিকটা উর্দ্ধমুখী হয়। এক্ষেত্রে Redmi 12 5G এবং Redmi 13C সিরিজের বাজেট ফোনগুলি গত বছরের শেষ প্রান্তিকে রেকর্ড-ব্রেকিং সেল দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে Vivo বড় পরিসংখ্যানের স্মার্টফোন ইউনিট বিক্রি করে ‘টপ সেলার’ তালিকার তৃতীয় স্থানটি নিজের নামে করেছে। সংস্থাটির পোর্টফোলিওর V, T, এবং Y সিরিজের মিডরেঞ্জ ও বাজেট ডিভাইসগুলি এই সময়ে সর্বাধিক বিক্রি হয়েছে। এক্ষেত্রে Vivo V29 সিরিজটি ৩০,০০০ টাকার সেগমেন্টে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে Vivo -এর T-সিরিজ ডিভাইসগুলি ১৫,০০০ টাকার সেগমেন্টে সেরা পারফরম্যান্স দিয়েছে।

Apple -কে আমরা বরাবরই তালিকার শীর্ষস্থানে দেখে অভ্যস্ত। কিন্তু এবার টেক জায়ান্টটি নিজের জায়গা ধরে রাখতে পারেনি এবং চতুর্থ স্থানে নেমে এসেছে। জানিয়ে রাখি, ২০২৩ সালে সংস্থাটি স্মার্টফোন মার্কেটের ৭% শেয়ার অর্জন করেছে। এর জন্য iPhone 15, iPhone 14 এবং iPhone 13 সিরিজের ফোনগুলিকে দায়ী করা যায়। কেননা অনলাইন প্ল্যাটফর্ম এবং Apple দ্বারা মুম্বাই ও দিল্লিতে হালফিলে ঘোষিত এক্সক্লুসিভ অফলাইনে স্টোরের মাধ্যমে মডেলগুলি উল্লেখযোগ্য পরিমাণ বিক্রি হয়েছে।

Realme প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে, অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছে। যেকারণে সংস্থাটি বর্তমানে মিডরেঞ্জ সেগমেন্টে নম্বর সিরিজ, বাজেটের ক্ষেত্রে Narzo এবং এন্ট্রি-লেভেল ডিভাইসের জন্য C-সিরিজের স্মার্টফোন লঞ্চ করার দিকে অধিক ফোকাস করছে। শুধু তাই নয়, ২০২৪ সালে নিজেদের সেল ত্বরান্বিত করার উদ্দেশ্যে Realme শীঘ্রই ভারতে নয়া ফ্ল্যাগশিপ GT-সিরিজের ঘোষণা করবে বলে খবর পাওয়া যাচ্ছে।

ক্যানালিস (Canalys) তাদের রিপোর্টে আরও জানিয়েছে, ২০২৪ সালে ভারতীয় বাজারে স্মার্টফোন বিক্রি বৃদ্ধি পাবে। আর আগামী কয়েক মাসের মধ্যে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। কেননা এই সময়ের মধ্যে টেলিকম অপারেটর Jio এবং Airtel সারা ভারতে ৫জি নেটওয়ার্ক বন্টনের কাজ অনেকটাই গুটিয়ে আনতে পারবে৷ এছাড়া Samsung, iQOO, Realme, OnePlus -এর মতো ব্র্যান্ডগুলি শীঘ্রই একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যারপর সংস্থাগুলির সেল দারুণভাবে উর্দ্ধমুখী হবে বলেই আমাদের অনুমান।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

59 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago