Phone Blast: ফোন ফেটে মৃত্যু শিশুর, এই ভুলগুলি আপনিও করছেন না তো? ফল হতে পারে মারাত্মক

বর্তমান জমানায় মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। একদা যে ডিভাইসটিকে শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করা হত, এখন সেটিকে হাতিয়ার করে ঘরে বসেই বহু জরুরি কাজ সেরে ফেলা যাচ্ছে। এককথায় বলতে গেলে, স্মার্টফোন এখন মানুষের নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এই প্রয়োজনীয়তা সত্ত্বেও, স্মার্টফোনে বিস্ফোরণ বা আগুন ধরে যাওয়ার মতো বিভিন্ন ঘটনা হালফিলে একাধিকবার সামনে এসেছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে এই মাসে এই ফোন ব্লাস্টের দুর্ঘটনা যেন একটু পরপরই ঘটছে। অতিসম্প্রতি Xiaomi-র Redmi 6A এবং Redmi Note 11T Pro ফোন বিস্ফোরিত হয়েছে বলে নেটমাধ্যমে শোরগোল পড়েছে। তবে আবারও এমনই এক শোচনীয় ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, মোবাইল ফোনে বিস্ফোরণের কারণে ৮ মাসের একটি মেয়ের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের তরফে জানা গেছে, সোলার প্যানেলের মাধ্যমে ফোনটিকে চার্জ করা হচ্ছিল। সেক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়ার কারণে হ্যান্ডসেটটিতে আগুন ধরে যায় এবং মেয়েটি তার সংস্পর্শে থাকায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ছাড়াও এর আগে বহুবার একাধিক স্মার্টফোন বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে (যেমনটা শুরুতেই বলেছি)। যদিও গ্রাহকরা বেশিরভাগ সময়ই এর জন্য নির্মাতা সংস্থাগুলিকেই দোষারোপ করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই ইউজারদের কিছু খারাপ অভ্যাসের জেরেও এমনটা ঘটতে পারে (যেমন – ফোন চার্জে দিয়ে ব্যবহার করা বা সারারাত ধরে ফোনে চার্জ দেওয়া)। সেক্ষেত্রে স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় যদি ছোটোখাটো কয়েকটি বিষয়ের ওপর একটু নজর রাখা যায়, তাহলেই কিন্তু নিজেদের এই সর্বক্ষণের সঙ্গীটিকে দীর্ঘজীবী করে তোলার পাশাপাশি যাবতীয় শোচনীয় দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব। তাই এই প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি সহজ টিপসের কথা আপনাদেরকে জানাতে চলেছি, স্মার্টফোন চার্জ দেওয়ার সময় যে ভুলগুলি না করলে আপনারা কোনো দুর্ঘটনার শিকার হবেন না এবং দীর্ঘদিন ধরে নিজেদের মুঠোফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

স্মার্টফোনের বিস্ফোরণ হতে পারে এই তিনটি কারণে

১. ওভারচার্জিং: বিশেষজ্ঞদের মতে, সর্বদা একটি ফোনে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত। এতে ডিভাইসের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি বিস্ফোরণের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। এছাড়া, সারাদিন ধরে বহুল ব্যবহারের পর রাতে যেহেতু স্মার্টফোন খুব একটা ব্যবহার হয় না, তাই অনেকেই সেটিকে চার্জ দেওয়ার সঠিক সময় বলে মনে করেন। ফলে অধিকাংশ মানুষই সারারাত ধরে হ্যান্ডসেটকে চার্জে বসিয়ে রেখে দেন, যা কোনোমতেই করা উচিত নয়। যদিও বর্তমানে স্মার্টফোনকে এমনভাবে তৈরি করা হয় যাতে ১০০% চার্জ হয়ে গেলেই অটোমেটিক চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু পুরোনো অনেক ফোনেই এই সুবিধা উপলব্ধ নয়। বিশেষজ্ঞদের মতে, ওভারচার্জিংয়ের ফলে সবসময় বিপজ্জনক কোনো দুর্ঘটনা না ঘটলেও ফোনের ব্যাটারি চটজলদি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এমন কাজ করা থেকে ইউজারদেরকে অবশ্যই বিরত থাকতে হবে।

২. চার্জিংয়ের সময় ফোনে কথা বলা কিংবা গেম খেলা: স্মার্টফোন চার্জে বসিয়ে অনর্গল গেম খেলেন বা ফোনে কথা বলেন – এমন বদ অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গেম খেলা বা কল করার সময় ফোন এমনিতেই স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা গরম হয়ে যায়। আর চার্জে বসানো থাকলে যে ফোন থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়, সেকথা আর কাউকেই নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে চার্জিংয়ের সময় ফোনে এই ধরনের কাজ করলে মোবাইল যে কী চরম পরিমাণে গরম হতে পারে, তা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। এর জেরে স্মার্টফোন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকে। তাই চার্জ দেওয়ার সময় গেম খেলা কিংবা ফোন করা একেবারেই উচিত নয়। সোজা কথায় বললে, চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার না করাই শ্রেয়।

৩. ফাস্ট চার্জিং: এখনকার দিনে বেশিরভাগ ফোনই ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসে। কিছু কিছু ফোনে ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, তো কোনোটিতে আবার ১৫ ওয়াট চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। আসলে প্রতিটি স্মার্টফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, আর সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই ফোনটির সাথে উপযুক্ত চার্জারটি দেয় নির্মাতা সংস্থাগুলি। কিন্তু যেহেতু ফোন সবসময়ই কাজে লাগে, তাই সেটিকে দ্রুত চার্জ করার জন্য ব্যাটারি ক্যাপাসিটির তোয়াক্কা না করে অনেকেই বাজার থেকে ফাস্ট চার্জার কিনে ফেলেন। এতে ফোন তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে বলে আপাতদৃষ্টিতে মনে হলেও আখেরে কিন্তু ব্যাটারির ব্যাপক ক্ষতি হয়। অযথা ফাস্ট চার্জার ব্যবহার করলে ব্যাটারি অত্যধিক গরম হয়ে যাওয়ার পাশাপাশি সেটির চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায়, ফলে ফোনটিও চটজলদি খারাপ হয়ে যায়। উপরন্তু, অত্যধিক গরম হলে শর্টসার্কিট হয়ে ফোনের মাদারবোর্ড পুড়ে যায়, যার জেরে ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অহেতুক ফাস্ট চার্জার ব্যবহার না করে সর্বদা ফোনের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে, সেটিই ব্যবহার করা উচিত।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

53 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

54 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago