সবচেয়ে সস্তা Smartphone, কেবল 5499 টাকায় ডুয়েল ক্যামেরা ও 5000mAh ব্যাটারির ফোন

Poco C50 ফোনের বেস মডেলের এমআরপি ৮,৯৯৯ টাকা। এই দাম ডিভাইসটির ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের

যদি কেউ ফিচার ফোন থেকে স্মার্টফোনে স্যুইচ করতে চান, তাহলে খরচ হবে মাত্র ৫,৪৯৯ টাকা। আজ্ঞে হ্যাঁ! ফ্লিপকার্ট এমন সুযোগ দিচ্ছে। এই দামে আপনি Poco C50 স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ডিভাইসের উপর ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংক অফারও রয়েছে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও ডিসকাউন্ট মিলবে।

Poco C50 কম দামে কিনুন

পোকো সি৫০ ফোনের বেস মডেলের এমআরপি ৮,৯৯৯ টাকা। এই দাম ডিভাইসটির ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে ফ্লিপকার্টে মডেলটিকে ৫,৭৪৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা আরও ৫% ক্যাশব্যাক পাবেন, যারপর এর দাম ৫,৫০০ টাকার কম হয়ে যাবে।

আবার আপনি যদি পোকো সি৫০ কেনার সময় পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করেন, তাহলে ৫,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। তবে এই মূল্য পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

Poco C50 এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকোর এই বাজেট ফোনে দেওয়া হয়েছে ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটের ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে। পোকো সি৫০ এর রিয়ার প্যানেলে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডেপথ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।