Realme RMX3381 শক্তিশালী ব্যাটারি সহ আসছে, থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

গতকাল চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Realme RMX3381 মডেল নম্বরের একটি ডিভাইস স্পট করা হয়েছিল। প্রিলিমিনারি লিস্টিং হওয়ার ফলে TENAA থেকে কেবলমাত্র Realme RMX3381 ডিভাইসটির আকার, ডিসপ্লের আয়তন, এবং ব্যাটারি ক্যাপাসিটির বিষয়ে জানা গেছিল। তবে এবার ছবি এবং বাদবাকি স্পেসিফিকেশন সমেত তাদের লিস্টিং আপডেট করল TENAA।

তবে ফোনটির পরিচয় Realme RMX3381 হিসেবেই থেকে গেল। কারণ, ডিভাইসটির চূড়ান্ত মার্কেটিং নাম এখনও অজানা।

Realme RMX3381 এর স্পেসিফিকেশন

রিয়েলমি আরএমএক্স৩৩৮১ স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি টিএফটি ফুল-এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। অজানা ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর ৫জি প্রসেসর দ্বারা ফোনটি চালিত হবে। সঙ্গে আছে ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম।

রিয়েলমি আরএমএক্স৩৩৮১ স্মার্টফোনে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং দু’টি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ডিভাইসটির পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ভূমিকা পালন করবে। ডিভাইসের আয়তন ১৬২.৫ x ৭৪.৮ x ৮.৮ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।

স্পেসিফিকেশন দেখে Realme RMX3381 মিড-বাজেট স্মার্টফোন বলে মনে হচ্ছে।এটি Vivo-র V সিরিজ বা iQOO-এর স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন