ভারতে লঞ্চ হল Sony Bravia X80K Smart TV সিরিজ, পাওয়া যাবে পাঁচটি স্ক্রিন সাইজে

জাপান ভিত্তিক বহুজাতিক সংস্থা Sony সম্প্রতি Bravia X80K নামের একটি নয়া স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করলো ভারতে। এই লেটেস্ট 4K স্মার্ট টিভি লাইনআপের অধীনে মোট…

জাপান ভিত্তিক বহুজাতিক সংস্থা Sony সম্প্রতি Bravia X80K নামের একটি নয়া স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করলো ভারতে। এই লেটেস্ট 4K স্মার্ট টিভি লাইনআপের অধীনে মোট পাঁচটি ভিন্ন ডিসপ্লে সাইজের মডেল এসেছে – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি। ফিচার হিসাবে, নবাগত প্রত্যেকটি টিভি মডেলই HDR10, HLG ফর্ম্যাট এবং ডলবি ভিশন টেকনোলজির সমর্থন সহ এসেছে। আবার উন্নত সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য, Bravia-সিরিজ অন্তর্গত এই টেলিভিশনগুলিতে, ডলবি অডিও, ডলবি অ্যাটমস এবং ডিটিএস ডিজিটাল সাউন্ড টেকনোলজি সমর্থিত ১০ওয়াটের ডুয়েল স্পিকার সিস্টেম বর্তমান। সিরিজটি গুগল টিভি ওএস দ্বারা চালিত এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট তথা অ্যালেক্সার মতো ভয়েস কমান্ডিং ফিচার বিদ্যমান থাকছে। সর্বোপরি, ‘ইজি সার্চিং’ ও ‘স্ট্রিমিং’ এর জন্য উক্ত টিভিগুলিতে ইন-বিল্ট ক্রোমকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লের সমর্থন পাওয়া যাবে। চলুন সদ্য আগত Sony Bravia X80K smart TV series -এর দাম, লভ্যতা ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Sony Bravia X80K Smart TV সিরিজের দাম এবং লভ্যতা

ভারতে, সনি ব্রাভিয়া এক্স৮০কে স্মার্ট টিভি সিরিজের দাম ৯৪,৯৯০ টাকা রাখা হয়েছে। এই দাম সিরিজ অধীনস্ত ৫৫-ইঞ্চি (KD-55X80K) মডেলের জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও সংস্থাটি, ৪৩-ইঞ্চি (KD-43X80K), ৫০-ইঞ্চি (KD-550X80K), ৬৫-ইঞ্চি (KD-65X80K) এবং ৭৫-ইঞ্চি (KD-75X80K) মডেলগুলির বিক্রয় মূল্যের বিবরণ এখনও ঘোষণা করেনি৷

লভ্যতার কথা বললে, ৫৫-ইঞ্চি মডেলটিকে ইতিমধ্যেই প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। আর সিরিজের অন্যান্য মডেলগুলিকে শীঘ্রই ভারতের সমস্ত সনি সেন্টার, শীর্ষস্থানীয় ইলেকট্রনিক স্টোর এবং ই-কমার্স পোর্টালগুলির মাধ্যমে কেনা যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

Sony Bravia X80K Smart TV সিরিজের স্পেসিফিকেশন

সনি ব্রাভিয়া এক্স৮০কে স্মার্ট টিভি লাইনআপের অধীনে মোট পাঁচটি ভিন্ন স্ক্রীন সাইজের মডেল পাওয়া যাচ্ছে, তথা ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি। এই প্রত্যেকটি মডেলেই, ৪কে (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা HDR10, HLG ফরম্যাট, ডলবি ভিশন এবং ৫০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়া, এই টিভি মডেলগুলি সংস্থার নিজেস্ব ‘ট্রাইলুমিনস প্রো’ (Triluminos Pro) ডিসপ্লে ফিচারের সাথে এসেছে, যা স্ক্রিনে দেখানো কন্টেন্টের কালার কনট্রাস্ট আরো উন্নত করবে বলে সনি দাবি করেছে। তদুপরি, টিভিগুলির ডিসপ্লে চারিধারে কালো রঙের বেজেল পরিবেষ্টিত আছে।

Sony Bravia X80K স্মার্ট টিভি সিরিজে, সনি ৪কে এইচডিআর প্রসেসর এক্স১ ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি, অপ্টিমাইজড অভিজ্ঞতা প্রদানের জন্য পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী টিভিতে দেখানো কনটেন্টগুলিকে সামঞ্জস্য করবে। এই নয়া ‘প্রিমিয়াম’ টিভি সিরিজ অন্তর্গত টিভি মডেলগুলি ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক গুগল টিভি ওএসে রান করে। নবাগত পাঁচটি টিভিতেই, ইন-বিল্ট ক্রোমকাস্টের সুবিধাও বিদ্যমান থাকছে। এছাড়া, ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর অ্যাক্সেস করার মাধ্যমে, একাধিক অ্যাপও ডাউনলোড করতে পারবেন।

অডিও ফ্রন্টের কথা বললে, সনির এই নতুন স্মার্ট টিভি সিরিজে, ডলবি অডিও, ডলবি অ্যাটমস, ডিটিএস ডিজিটাল সাউন্ড এবং অ্যাকোস্টিক অটো-ক্যালিব্রেশন টেকনোলজির সমর্থন সহ ডুয়েল স্পিকার সিস্টেম আছে, যা ১০ওয়াটের আউটপুট অফার করে। তদুপরি, এই টেলিভিশন মডেলগুলিতে গেমিংয়ের জন্য এইচডিএমআই ২.১ পোর্টের ক্ষেত্রে ডেডিকেটেড লো-লেটেন্সি মোড উপলব্ধ করা হয়েছে।

সিরিজের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৪.২, চারটি এইচডিএমআই পোর্ট, একটি অডিও জ্যাক এবং দুটি ইউএসবি পোর্ট। এই স্মার্টটিভিগুলিতে অন্তর্নির্মিত মাইক্রোফোন রয়েছে, যা ভয়েস কমান্ড গ্রহণের মাধ্যমে ব্যবহারকারীদের হ্যান্ডস-ফ্রি মোডে কনটেন্ট সার্ফিংয়ের সুবিধা অফার করে। এক্ষেত্রে, টিভির রিটেল বক্সে অন্তর্ভুক্ত রিমোটের সাহায্যে ভয়েস কমান্ড করা যাবে। পরিশেষে, Sony Bravia X80K স্মার্ট টিভি সিরিজ, অ্যাপল এয়ারপ্লে এবং হোমকিট সাপোর্ট করে, যা আইপ্যাড এবং আইফোনের মতো অ্যাপল ডিভাইসের থেকে সরাসরি টিভিতে কনটেন্ট স্ট্রিমিং করার অনুমতি দেয়।