Sony A95: বিশ্বের প্রথম QD OLED টিভি এনে চমক সোনি-র

নতুন বছরের শুরুতেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে নিজের শ্রেষ্ঠত্বের মুকুটে একটি নতুন পালক যুক্ত করল খ্যাতনামা টেকব্র্যান্ড সোনি (Sony)। সংস্থাটি বিশ্বের প্রথম কোয়ান্টাম ডট (QD)…

নতুন বছরের শুরুতেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে নিজের শ্রেষ্ঠত্বের মুকুটে একটি নতুন পালক যুক্ত করল খ্যাতনামা টেকব্র্যান্ড সোনি (Sony)। সংস্থাটি বিশ্বের প্রথম কোয়ান্টাম ডট (QD) OLED টিভি A95K লঞ্চ করেছে। কোম্পানির তরফ থেকে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজের দুটি কিউডি ওএলইডি (QD OLED) স্মার্ট টিভি জনসমক্ষে আনা হয়েছে। এই দুটি স্মার্ট টিভি 4K রেজোলিউশন অফার করবে।

আশা করা হয়েছিল যে, CES 2022 ইভেন্টে Samsung প্রথম কিউডি ওএলইডি 4K টিভি লঞ্চ করবে। কিন্তু এখন সোনি, Samsung-কে টেক্কা দিয়ে বিশ্বের প্রথম কিউডি ওএলইডি স্মার্ট টিভি নির্মাতার খেতাবটি নিজেদের ঝুলিতে পুড়ল। সেইসাথে সোনি মাইক্রো এলইডি টিভির প্রথম লাইনআপের কথাও ঘোষণা করেছে। এই সমস্ত স্মার্ট টিভির দাম এবং উপলব্ধতা সম্পর্কে বিশদে আগামী মাসে ঘোষণা করা হবে।

QD OLED টেকনোলজি কী?

সোনি-র এই অভাবনীয় কৃতিত্বের কথা জানার পর আপনাদের অনেকেরই মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, কিউডি ওএলইডি টেকনোলজি জিনিসটা ঠিক কী? তাহলে আপনাদেরকে বলি, কিউডি ওএলইডি ডিসপ্লে টেকনোলজি ওএলইডি এবং মাইক্রোএলইডির একটি মেলবন্ধন। এটি উভয় প্রযুক্তির গুণাবলী উপস্থাপন করে। কিউডি-ওএলইডি প্রযুক্তিতে, ব্লু ওএলইডি কোয়ান্টাম ডটের সাথে ব্যবহৃত হয়, যা আরও স্যাচুরেটেড গ্রিন এবং রেড তৈরি করে। এর সুবাদে সাশ্রয়ী মূল্যে একটি দুর্দান্ত ডিসপ্লে সহ স্মার্ট টিভি ইউজারদের অফার করা সম্ভবপর হয়।

জানিয়ে রাখি যে, বর্তমানে ওএলইডি এবং মাইক্রোএলইডি ডিসপ্লেগুলি স্যামসাং কোম্পানি বিক্রি করে। তবে এই নতুন কিউডি ওএলইডি প্রযুক্তির দৌলতে দর্শকরা দুর্দান্ত ব্রাইটনেস সহ উচ্চস্তরের ব্রাইটনেস লেভেলে ভিভিড কালার রিপ্রোডাকশন দেখার সুযোগ পাবেন। এর পাশাপাশি পারফেক্ট ব্ল্যাকস এবং ইনফাইনাইট কনট্রাস্টও উপভোগ করতে পারবেন। ফলে স্যামসাং-কে টক্কর দিতে যে সোনি পুরোদস্তুর প্রস্তুত, তা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, Sony এখন LG কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ডিসপ্লে নিয়ে থাকে। তবে বর্তমানে Sony তার নিজস্ব ইনোভেটিভ ডিসপ্লে তৈরি করার ওপর কাজ করছে। সেইসাথে সংস্থাটি তার স্মার্ট টিভি সিরিজ A95K এবং A90K OLED-তেও ব্যাপকভাবে মনোনিবেশ করেছে। A95K-তে চারটি HDMI ইনপুট থাকবে। Sony-র সমস্ত লেটেস্ট OLED স্মার্ট টিভিগুলিতেই একাধিক অত্যাধুনিক ফিচার প্রত্যক্ষ করা যাবে। ফলে গোটা বিশ্বে স্মার্ট টিভির জগতে Sony-র বিজয়ধ্বজা ওড়ার পাশাপাশি ইউজারদের উচ্ছ্বসিত জয়ধ্বনিও খুব শীঘ্রই শোনা যাবে বলে আশা করা যায়।