Sony Xperia 1 V: সনির নতুন ফোনে 8GB র‌্যাম, গিকবেঞ্চে স্কোর ছাড়ালো 5000

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, গত বছর জুন মাসে Xperia 1 IV চীনে লঞ্চ হয়েছিল এবং সেপ্টেম্বরে এটি মার্কিন বাজারে উপলব্ধ হয়

বেঞ্চমার্কিং সাইট Geekbench -এ সম্প্রতি XQ-DQ72 মডেল নম্বর সহ Sony-র একটি অপরিচিত মডেলকে উপস্থিত হতে দেখা গিয়েছে। এক্ষেত্রে আমাদের অনুমান ডিভাইসটি Sony Xperia 1 V হবে। কেননা বিগত বেশ কয়েক মাস ধরে আসন্ন এই স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে আসছে। ফলে এটির লঞ্চের সময় ঘনিয়ে এসেছে বলেই মনে হচ্ছে। প্রসঙ্গত, গত মাসে XQ-DT72 মডেল নম্বরের সাথে আরেকটি Sony ফোন কে গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়, যা ১২ জিবি র‍্যাম অফার করবে বলে উল্লেখ ছিল। এক্ষেত্রে টিপস্টারদের মতানুসারে, Sony Xperia 1 V ফোনের বেস ভ্যারিয়েন্টের মডেল নম্বর XQ-DT72 এবং সদ্য Geekbench -এ উপস্থিত হওয়া XQ-DQ72 মডেল নম্বর যুক্ত ডিভাইসটি হাই-এন্ড ভার্সন হতে পারে।

Sony Xperia 1 V স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা গেল Geekbench -এ

গিকবেঞ্চে XQ-DQ72 মডেল নম্বর সহ তালিকাভুক্ত ডিভাইসটি, সিঙ্গেল-কোর টেস্টে ১৪৩৯ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৫০৭১ পয়েন্ট স্কোর করেছে। যা প্রমান করছে যে, আসন্ন ফোনটি পূর্বসূরি Xperia 5 IV (৮ জিবি র‍্যাম) -এর তুলনায় অধিক উন্নত পারফরম্যান্স প্রদান করবে। তবে যেহেতু আসন্ন ডিভাইসের র‍্যাম ক্যাপাসিটি পূর্বসূরির দ্বিগুন, সেহেতু এটি আদৌ Xperia 5 IV ফোনের উত্তরসূরি কিনা এই সন্দেহ থেকেই যাচ্ছে। কেননা কিছু টিপস্টারের মত XQ-DQ72 মডেল নম্বর যুক্ত মডেলটি Xperia 1 V হতে পারে। আবার কিছু মার্কেট রিসার্চারদের বিশ্বাস যে এটি Xperia 1 V -এর একটি স্পেশাল এডিশন বা গেমিং সংস্করণ, অথবা সম্পূর্ণ একটি নতুন ডিভাইসও হতে পারে।

যাইহোক, গত মাসে আপকামিং Xperia 1 V স্মার্টফোনের একটি লাইভ শট ইমেজ অনলাইনে ফাঁস হয়েছিল। যেখানে ডিভাইসটির পেছনের প্যানেলে পেরিস্কোপ জুম যুক্ত রিয়ার ক্যামেরা ইউনিট দেখতে পেয়েছিলাম আমরা।

প্রসঙ্গত আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, গত বছর জুন মাসে Xperia 1 IV চীনে লঞ্চ হয়েছিল এবং সেপ্টেম্বরে এটি মার্কিন বাজারে উপলব্ধ হয়। একইভাবে, Xperia 1 III মডেলটিও চীনের বাজারে আত্মপ্রকাশ করার আড়াই মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে লঞ্চের মুখ দেখেছিল। কিন্তু উত্তরসূরি Sony Xperia 1 V যেহেতু এখন টেস্টিং লেভেলে আছে, সেহেতু ২০২৩ সালের এপ্রিলেই হয়তো ফোনটি বাজারজাত হতে পারে। যার অর্থ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সনি-অনুরাগীরা জুন মাসের শেষার্ধের মধ্যেই Sony Xperia 1 V স্মার্টফোনকে হাতে পেয়ে যাবেন।