Categories: Mobiles

Sony Xperia: বাজার কাঁপাবে সনির নতুন স্মার্টফোন, থাকছে 50+48+50MP ক্যামেরা

Sony Xperia 1 VI স্মার্টফোনটি আগামী ১৫ মে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সনি। এই হ্যান্ডসেটটিকে নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। আর এখন আনুষ্ঠানিক লঞ্চের মাত্র কয়েকদিন আগে Sony Xperia 1 VI ফোনের কয়েকটি প্রোমোশনাল ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ক্যামেরা সম্পর্কিত কিছু তথ্য সহ অনেকগুলি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে, চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Sony Xperia 1 VI ফোনের তিনটি ক্যামেরাতেই LYTIA সেন্সর থাকবে

এইচটি ফেলিক্স দ্বারা শেয়ার করা সনি এক্সপেরিয়া ১ ভিআই ফোনের প্রোমোশনাল ইমেজগুলি এর সবকটি ক্যামেরা সেন্সরের বিবরণ প্রকাশ করেছে৷ উল্লেখ্যযোগ্যভাবে, এক্সপেরিয়া ১ ভিআই এবং এক্সপেরিয়া ১০ ভিআই একই ক্যামেরা সেন্সর অফার করবে বলে মনে করা হচ্ছে, তবে উভয় ফোনে সেন্সরগুলির ব্যবহার ভিন্ন হবে।

এক্সপেরিয়া ১ ভিআই ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে ২৪ মিমি ফোকাল লেন্থ সহ ৪৮ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৮০০ ১/১.৪ ইঞ্চির সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর প্রধান ক্যামেরার সাথে ১৬ মিমি ফোকাল লেন্থ ও ১/২ ইঞ্চি সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮৫-১৬০ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের এলওয়াইটি৫০০ ১/২.৯ ইঞ্চির টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। জানিয়ে রাখি, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরাগুলি পূর্বসূরির ১২ মেগাপিক্সেলের সেন্সরের থেকে উল্লেখযোগ্য আপগ্রেড হবে।

তুলনামূলকভাবে, Sony Xperia 10 VI ফোনের প্রধান এবং আল্ট্রাওয়াইড ক্যামেরায় যথাক্রমে Sony LYT600 এবং Sony LYT500 সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, জেইস টি* (Zeiss T*) কোটিং Xperia 1 VI-এর জন্য এক্সক্লুসিভ থাকতে পারে। এর আগে ফাঁস হওয়া প্রচারমূলক চিত্রগুলি প্রকাশ করেছে যে, Sony Xperia 1 VI মডেলে একটি “এক্সমোর টি ফর মোবাইল” ইমেজ সেন্সর থাকবে, যা Sony LYT800 সেন্সরের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে।

এছাড়া, Sony Xperia 1 VI ফোনটিতে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ওলেড (OLED) থাকবে বলে আশা করা হচ্ছে, যা গত প্রজন্মের Xperia 1 V ফোনের ২১:৯ অনুপাতের সংকীর্ণ ডিসপ্লের থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে৷ ডিসপ্লেটি পূর্বসূরির চেয়ে ১.৫x উজ্জ্বল হবে বলে জানা গেছে। ফাঁস হওয়া প্রোমোশনাল ছবিগুলি একটি উন্নত হিট ডিসপেশন সিস্টেমের ইঙ্গিত দেয়, যা উন্মুক্ত পরিবেশে ক্যামেরা ব্যবহারের সময় সাহায্য করবে। তবে মনে রাখবেন, এই তথ্যগুলি অনানুষ্ঠানিক উৎস মারফৎ সামনে এসেছে, তাই এগুলি Sony Xperia 1 VI-এর চূড়ান্ত মডেলে থাকবে কিনা, তা নিশ্চিতভাবে জানতে লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago