Sony Xperia 1 VI: দুর্ধর্ষ ক্যামেরা ও অডিওর সঙ্গে লঞ্চ হল সনির নতুন স্মার্টফোন

Sony Xperia 1 VI অবশেষে বাজারে পা রাখলো। আজ সনি তাদের নতুন Xperia সিরিজের স্মার্টফোনগুলিকে লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে…

Sony Xperia 1 VI অবশেষে বাজারে পা রাখলো। আজ সনি তাদের নতুন Xperia সিরিজের স্মার্টফোনগুলিকে লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে ফ্ল্যাগশিপ Sony Xperia 1 VI ফোনটি আকর্ষণের কেন্দ্রে ছিল৷ ফোনটিতে ফুলএইচডি+ ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ উন্নততর ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ মিনিমালিস্টিক ডিজাইন রয়েছে। আসুন নবাগত Sony Xperia 1 VI ফোনের দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Sony Xperia 1 VI: ডিজাইন এবং স্পেসিফিকেশন

লেটেস্ট সনি এক্সপেরিয়া ১ ভিআই ফোনটিও ব্র্যান্ডের মিনিমালিস্টিক ডিজাইন ল্যাংগুয়েজ অনুসরণ করে। এতে ফ্ল্যাট এজ এবং ফ্ল্যাট ব্যাক সহ একটি বক্সি ডিজাইন দেখা যায়। ফোনটির পিছনে একটি পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার ডিজাইন হ্যান্ডসেটটির পূর্বসূরির কথা মনে করিয়ে দেয়। ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিসপ্লের অনুপাতে। ফোনটি এখন ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর পরিবর্তে বাজারে বিদ্যমান অধিকাংশ ফোনের মতো ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এই পরিবর্তন স্মার্টফোনটিকে তার পূর্বসূরির তুলনায় কম লম্বা এবং প্রশস্ত করেছে।

সনি এক্সপেরিয়া ১ ভিআই ফোনের সামনে ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ (১,০৮০ x ২,৩৪০ পিক্সেল) ওলেড ডিসপ্লে রয়েছে৷ এই স্কিনটি এইচডিআর সার্টিফিকেশন পেয়েছে এবং এতে ডিসিআই-পি৩ কালার গ্যামট ও মোবাইলের জন্য এক্স১-এর সম্পূর্ণ কভারেজ অফার করে। এতে ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২৪০ হার্টজ মোশন ব্লার রিডাকশন রয়েছে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। আকৃতির অনুপাতের পরিবর্তন সত্ত্বেও, স্ক্রিনে এখনও চওড়া টপ এবং বটম বেজেল দেখা যায়।

উন্নততর পারফরম্যান্সের জন্য, Sony Xperia 1 VI কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ এসেছে, যার সাথে গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ যুক্ত রয়েছে৷ প্রসেসরটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের ( একটি উচ্চতর ৫১২ জিবি মডেল জাপান এবং পূর্ব এশিয়ায় পাওয়া যাবে) সাথে যুক্ত। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ স্পেস ১.৫ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য, ফোনটিতে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবার Sony Xperia 1 VI ফোনের মূল হাইলাইটে আসা যাক। ফোনটির ক্যামেরা সিস্টেমে ১/৩.৫ ইঞ্চির এক্সমোর টি (Exymor T) সেন্সর সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ইউনিট রয়েছে। এতে হাইব্রিড ওআইএস (OIS) এবং ইআইএস (EIS) সাপোর্ট সহ এফ/১.৯ অ্যাপারচার রয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি হল একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা এফ/২.২ অ্যাপারচার এবং একটি ১৬ মিলিমিটারের ফোকাল লেন্থ অফার করে। রিয়ার ক্যামেরা সেটআপে তৃতীয় এবং শেষ ক্যামেরাটি হল একটি ১/৩.৫ ইঞ্চির সেন্সর সহ একটি টেলিফটো ক্যামেরা এবং একটি উন্নত ৮৫ মিলিমিটার-১৭০ মিলিমিটার অপটিক্যাল জুম লেন্স, যা ৩.৫x থেকে ৭.১x অপটিক্যাল জুম (২১.৩x হাইব্রিড জুম) অফার করে। রিয়ার প্যানেলের সব ক্যামেরায় জেইস টি* (ZEISS T*) কোটিং যুক্ত লেন্স রয়েছে।

ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার এবং ৮৪ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের ১/২.৯ ইঞ্চির এক্সমোর আরএস (Exmor RS) মোবাইল সেন্সর রয়েছে। Sony Xperia 1 VI ফোনের ক্যামেরা সিস্টেম ৪কে ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (FPS) হারে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আরও বেশি অ্যাক্সেসেবল এবং পয়েন্ট-এন্ড-শুট ইউজারদের জন্য ইউজার-ফ্রেন্ডলি করে তুলতে Sony Xperia 1 VI মডেলের ক্যামেরা অ্যাপটিকে নতুন করে তৈরি করা হয়েছে। এতেও প্রো মোডটি রয়েছে, যা দিয়ে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ক্যামেরা সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।

অডিওর জন্য, Sony Xperia 1 VI ফুল-স্টেজ ফ্রন্ট স্টেরিও স্পিকার অফার করে। এতে একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক রয়েছে এবং সমৃদ্ধ অডিও অভিজ্ঞতার জন্য ৩৬০ রিয়ালিটি অডিও, ৩৬০ রিয়ালিটি অডিও হার্ডওয়্যার ডিকোডিং, ৩৬০, স্পেসিয়াল সাউন্ড, ডলবি অ্যাটমস, এলডিএসি (LDAC), ডিএসইই আল্টিমেট (DSEE Ultimate), কোয়ালকম অ্যাপ্টএক্স এইচডি (Qualcomm aptX HD) অডিও ও এলই (LE) অডিওর মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Sony Xperia 1 VI ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ইউএসবি পিডি ফাস্ট চার্জিং এবং কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংযোগের জন্য, এতে ৫জি, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ই ৮০২.১১ এএক্স এবং ব্লুটুথ ৫.৪ এলই সাপোর্ট রয়েছে। নেভিগেশনের জন্য, ফোনটি জিপিএস (GPS) এবং গ্লোনাস (GLONASS) সাপোর্ট করে। এছাড়াও, এতে একটি ইউএসবি ৩.২ টাইপ-সি পোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং নিরাপত্তার জন্য Sony Xperia 1 VI হ্যান্ডসেটে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করে এবং সনি তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Sony Xperia 1 VI: মূল্য এবং লভ্যতা

Sony Xperia 1 VI-এর দাম ১,৩৯৯ ইউরো (প্রায় ১,২৬,৬৫০ টাকা)/ ১,২৯৯ পাউন্ড (প্রায় ১,৩৬,৯১০ টাকা) থেকে শুরু হচ্ছে। ফোনটি জুনের শুরুতে বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি ব্ল্যাক, প্ল্যাটিনাম সিলভার এবং খাকি গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। Sony Xperia 1 VI ভারতীয় বাজারে কবে প্রবেশ করবে, তা এখনও জানা যায়নি।