ভারতে শীঘ্রই iPhone তৈরি করবে Tata Group, কিনে নিচ্ছে অ্যাপলের সহকারী সংস্থা কে

রতন টাটা মালিকানাধীন টাটা গ্ৰুপ (Tata group) শীঘ্রই ভারতে টেক জায়ান্ট অ্যাপলের (Apple) আইফোন ডিভাইস উৎপাদক উইস্ট্রন (Wistron) -কে অধিগ্রহণ করতে পারে। এই দাবি ভিত্তিক-হীন বলে একদমই মনে হচ্ছে না। কারণ সম্প্রতি বিশেষ সূত্র মারফৎ আমাদের কাছে খবর এসেছে যে, টাটা গ্রুপ বর্তমানে তাইওয়ান ভিত্তিক ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারার সংস্থা উইস্ট্রনের কে ৬১২.৬ মিলিয়ন ডলার বা ৫,০০০ কোটি টাকা দিয়ে তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কেনার জন্য আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও কর্ণাটক ভিত্তিক এই প্রোডাক্টশন প্ল্যানটি কেনার পরিকল্পনা আদৌ আছে কিনা সেই সম্পর্কে টাটা গ্ৰুপের তরফ থেকে কিছু জানানো হয়নি। এমনকি উইস্ট্রন কর্তৃপক্ষরাও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। হয়তো সঠিক সময়ের অপেক্ষায় আছে উভয় সংস্থা!

তবে সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, টাটা গ্ৰুপ বর্তমানে উইস্ট্রন সংস্থার কর্ণাটক-বেসড ম্যানুফ্যাকচারিং হাবকে ৫,০০০ কোটি টাকার পরিবর্তে অধিগ্রহণ করার প্রস্তাব রেখেছে। আর এই খবর যদি প্রকৃতপক্ষেই সত্যি হয়ে থাকে, তবে টাটা গ্ৰুপ ভারতে আইফোন নির্মাণকারী প্রথম ভারতীয় সংস্থা হবে। কেননা এদেশে আইফোন প্রোডাক্টশনের কাজ এখন পুরোপুরিভাবে – উইস্ট্রন, ফক্সকন এবং পেগাট্রনের মতো তাইওয়ানি ইলেক্ট্রনিক্স নির্মাতা দ্বারা পরিচালিত। যার মধ্যে উইস্ট্রন ২০১৭ সালে এবং ফক্সকন ২০১৯ সালে আইফোন তৈরির কাজ শুরু করেছিল এদেশে। আর পেগ্রাট্রন খুবই সম্প্রতি অর্থাৎ ২০২২ সালে ভারতে আইফোন অ্যাসেম্বলের দায়িত্ব নিয়েছে।

প্রসঙ্গত ব্লুমবার্গ তাদের একটি লেটেস্ট রিপোর্টে প্রায় একই দাবি করেছিল। যেখানে, রতন টাটার সংস্থা ভারতে আইফোন নির্মাণের জন্য উইস্ট্রনের সাথে একটি যৌথভাবে ইলেকট্রনিক্স প্রোডাকশন ইউনিট স্থাপন করতে চাইছে বলে উল্লেখ ছিল। জানিয়ে রাখি, টিম কুকের সংস্থাটি কিছু মাস পূর্বে ভারতে তাদের লেটেস্ট সিরিজ আইফোন ১৪ (iPhone 14) ম্যানুফ্যাকচার করার কথা জানিয়েছিল। এক্ষেত্রে এই মুহূর্তে ভারতে – উইস্ট্রন, পেগাট্রন এবং ফক্সকন সংস্থার মোট তিনটি উৎপাদন কারখানা রয়েছে। যার মধ্যে, চেন্নাইয়ের শ্রীপেরামবুদুর-ভিত্তিক ফক্সকনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৪ -এর উৎপাদন শীঘ্রই শুরু করা হবে বলে সম্প্রতি অ্যাপল ঘোষণা করেছে। তবে পরবর্তীতে অন্যান্য প্ল্যান্টেও এই নির্মাণকার্য ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকায়, টাটা গ্ৰুপের উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং হাব কেনার প্রস্তাবকে শুধুমাত্র গুজব হিসাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দিই, অ্যাপল ইতিমধ্যে ভারতে আইফোন ১৩ (iPhone 13), আইফোন ১২ (iPhone 12), এবং আইফোন এসই (iPhone SE) সহ একাধিক ‘মেড-ইন-ইন্ডিয়া’ আইফোন মডেল তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *