Tata Tiago, Tigor CNG launched In India: টাটার প্রথম প্রাকৃতিক গ্যাসে চলা গাড়ি বাজারে এল

প্রাকৃতিক গ্যাস (CNG) চালিত যানবাহনের চাহিদা বাড়ানোর উপর জোর দিচ্ছে মোদি সরকার। কারণ এ থেকে দূষণ নির্গমনের মাত্রা যেমন কম, অন্যদিকে পেট্রোল-ডিজেলের তুলনায় এর দামও…

প্রাকৃতিক গ্যাস (CNG) চালিত যানবাহনের চাহিদা বাড়ানোর উপর জোর দিচ্ছে মোদি সরকার। কারণ এ থেকে দূষণ নির্গমনের মাত্রা যেমন কম, অন্যদিকে পেট্রোল-ডিজেলের তুলনায় এর দামও কম। এছাড়া এই ধরনের বিকল্প জ্বালানির চাহিদা বাড়লে সরকারের পেট্রল-ডিজেলের উপর চাহিদার লাগাম পড়বে, আমদানি কম হলে বাঁচবে রাজকোষ। তাই দেশের অটোমোবাইল সংস্থাগুলিকে বিকল্প জ্বালানী চালিত গাড়ি প্রস্তুত করতে বার্তা দিয়ে আসছে সরকার। কেন্দ্রের এই আহ্বানে সাড়া দিয়ে এবার নিজেদের প্রথম সিএনজি ভার্সনের দুটি যাত্রীবাহী গাড়ি ভারতে লঞ্চ করল Tata। গাড়ি দুটির নাম – Tata Tiago iCNG ও Tata Tigor iCNG। দুটি মডেলই নতুন টপ রেঞ্জের XZ+ ভ্যারিয়েন্টে উপলব্ধ। Tata Tiago iCNG পাঁচটি ভ্যারিয়েন্টে এসেছে, যেগুলি হল – XE, XM, XT, XZ+ (ST) ও XZ+ (DT)। অন্যদিকে Tata Tigor iCNG-র তিনটি ভ্যারিয়েন্ট হল – XZ, XZ+ (ST) ও XZ+ (DT)। উল্লিখিত প্রতিটি ভ্যারিয়েন্টই তাদের পেট্রোল ভার্সনের উপর ভিত্তি করে এসেছে। এবং পেট্রোল ভ্যারিয়েন্টের তুলনায় এগুলির দাম প্রায় ১ লাখ টাকা বেশি। আসুন Tata Tiago iCNG ও Tata Tigor iCNG গাড়ি দুটির ফিচার্স, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

টাটা টিয়াগো আইসিএনজি, টাটা টিগর আইসিএনজি : ফিচার্স (Tata Tiago iCNG, Tata Tigor iCNG : Features)

টাটা টিয়াগো আইসিএনজি ও টাটা টিগর আইসিএনজি (Tata Tiago iCNG ও Tata Tigor iCNG) মডেল দুটি দৃশ্যগত, গঠনগত এবং ইঞ্জিনের সাথে পেট্রল ভ্যারিয়েন্টগুলির অনুরূপ। পার্থক্য বলতে কেবলমাত্র এতে রয়েছে আইসিএনজি (iCNG) ব্যাজিং।

ফিচারের মধ্যে এর টপ রেঞ্জের ভ্যারিয়েন্টটির কেবিনে রয়েছে ঘন্টা এবং বাঁশির মতো দেখতে পাওয়ার্ড উইং মিরর, ৭.০ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি জেবিএল-হ্যারমন সাউন্ড সিস্টেম যা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো স্মার্টফোনে কানেক্ট করা যাবে, হাইট অ্যাডজাস্টেবল চালকের সিট এবং স্টিয়ারিং হুইলে রিচ অ্যাডজাস্টেবল-এর বিকল্প।

মডেল দুটিতে সুরক্ষা জনিত ফিচারগুলির মধ্যে দেওয়া হয়েছে ক্লোজ ফুয়েল লিডের সতর্কবার্তা, যা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ভেসে উঠবে। এই ফুয়েল লিডটি উন্মুক্ত থাকলে ইঞ্জিন চালু করা যাবে না। এছাড়া আছে লিক ডিটেকশন সিস্টেম, যার ফলে কোনো রকম বিপদ বুঝলেই পাওয়ারট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে পেট্রল ভার্সনে পরিবর্তিত হবে।

টাটা টিয়াগো আইসিএনজি, টাটা টিগর আইসিএনজি : ইঞ্জিন (Tata Tiago iCNG, Tata Tigor iCNG : Engine)

টাটা টিয়াগো আইসিএনজি ও টাটা টিগর আইসিএনজি গাড়ি দুটিতে রয়েছে ১.২ লিটার রিভোট্রন পেট্রল ইঞ্জিন, যা থেকে ৭২ বিএইচপি পাওয়ার এবং ৯৫ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দিতে এতে আছে ৫-গতির গিয়ার বক্স। অন্যদিকে গাড়ি দুটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ১৬৫ মিমি ও ১৬৮ মিমি।

টাটা টিয়াগো আইসিএনজি, টাটা টিগর আইসিএনজি : দাম (Tata Tiago iCNG, Tata Tigor iCNG : Price)

মডেল অনুযায়ী Tata Tiago iCNG-র দাম ৬.১০-৭.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ও Tata Tigor iCNG-এর মডেল বিশেষে মূল্য ৭.৭০-৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।