বাজেটের মধ্যে TCL 40 XL, TCL 40 XE 5G, TCL 40 X 5G, TCL 406 লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

MWC 2023 ইভেন্টে লঞ্চ হল TCL 40 XL, TCL 40 XE 5G, TCL 40 X 5G, এবং TCL 406

গত জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ ওরফে CES 2023 ইভেন্ট চলাকালীন TCL তিনটি স্মার্টফোনের ঘোষণা করেছিল, যথা – TCL 40 R 5G, TCL 40 SE, এবং TCL 408। আর ১ মাস যেতে অর্থাৎ আজ, বার্সেলোনায় চলমান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ বা সংক্ষেপে MWC 2023 ইভেন্টের প্রথম দিনে সংস্থাটি 40-সিরিজের অধীনে আরো তিনটি নতুন মডেল লঞ্চ করলো। নবাগত এই হ্যান্ডসেটগুলি হল – TCL 40 XL, TCL 40 XE 5G, TCL 40 X 5G, এবং TCL 406। যার মধ্যে প্রথম তিনটি মডেল বাজেট-রেঞ্জের অধীনে এসেছে এবং শেষেরটি একটি এন্ট্রি-লেভেল ডিভাইসটি। চলুন TCL এর এই নয়া স্মার্টফোনগুলির দাম ও ফিচার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

TCL 40 XL :

টিসিএল ৪০ এক্সএল স্মার্টফোনে রয়েছে ৬.৭৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম বর্তমান। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরো বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য TCL 40 XL ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল শুটার। আবার ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।

TCL 40 XE 5G :

টিসিএল ৪০ এক্সই ৫জি স্মার্টফোনে ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ৫জি-রেডি হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি বর্ধিত করা যায়। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, উক্ত ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর। আর ডিভাইসের ডিসপ্লের উপরি অংশে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য TCL 40 XE 5G -তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত। আর নিরাপত্তার জন্য থাকছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

TCL 40 X 5G :

টিসিএল ৪০ এক্স ৫জি স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD টাচস্ক্রিন আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম মিলবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+২+২ মেগাপিক্সেল) এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য TCL 40 X 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান।

TCL 406 :

উল্লিখিত মডেলগুলির পাশাপাশি টিসিএল ৪০৬ স্মার্টফোনকেও CES 2023 ইভেন্ট চলাকালীন আজ ঘোষণা করা হয়েছে। এটি TCL 408 মডেলের থেকেও সাশ্রয়ী। এন্ট্রি-লেভেল এই ফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিগত। অডিও ফ্রন্টের ক্ষেত্রে এতে স্টেরিও স্পিকার সিস্টেম মিলবে। এছাড়া এই স্মার্টফোনে ১৩-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

TCL 40 XL, 40 XE 5G এবং 40 X 5G স্মার্টফোনের দাম

টিসিএল ৪০ এক্সএল, ৪০ এসই ৫জি এবং ৪০ এক্স ৫জি স্মার্টফোন তিনটির দাম যথাক্রমে – ১৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১২,৩০০ টাকা), ১৬৯ ডলার (প্রায় ১৪,০০০ টাকা) এবং ১৯৯ ডলার (১৬,৫০০ টাকা) রাখা হয়েছে। টিসিএল ৪০৬ মডেলটির দামের বিশদ এই মুহূর্তে আমাদের কাছে নেই।