ফোন চমকাবে নানা রঙের আলোয়, অসাধারণ ফিচার্স নিয়ে হাজির Tecno Pova 5 Pro, দাম খুবই কম

গত সপ্তাহেই টেকনো ঘোষণা করেছে যে, তারা খুব শীঘ্রই ভারতে Tecno Pova 5 Pro লঞ্চ করতে চলেছে। আর তার আগেই ব্র্যান্ডটি ইন্দোনেশিয়ায় স্মার্টফোনটি নিয়ে হাজির…

গত সপ্তাহেই টেকনো ঘোষণা করেছে যে, তারা খুব শীঘ্রই ভারতে Tecno Pova 5 Pro লঞ্চ করতে চলেছে। আর তার আগেই ব্র্যান্ডটি ইন্দোনেশিয়ায় স্মার্টফোনটি নিয়ে হাজির হয়েছে। এই লো-মিড রেঞ্জ ডিভাইসটির পিছনে আকর্ষণীয় এলইডি স্ট্রিপ (আর্ক ইন্টারফেস) আছে যা নোটিফিকেশন এলইডি মতো কাজ করতে পারে। Tecno Pova 5 Pro ফুলএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 6080 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই ফোনটির স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Tecno Pova 5 Pro-এর স্পেসিফিকেশন

টেকনো পোভা ৫ প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বিশাল ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটিকে শক্তিশালী করছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, যা ৮ জিবি র‍্যাম (অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম) এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। টেকনো পোভা ৫ প্রো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনে রান করে। ফোনটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ১২,৯৭৯ বর্গ মিলিমিটার হিট ডিসিপেশন এরিয়া সহ ২,৮২০ বর্গ মিলিমিটার ভেপার চেম্বার রয়েছে।

ফটোগ্রাফির জন্য, টেকনো পোভা ৫ প্রো-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা ইউনিটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, পোভা ৫ প্রো-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই টেকনো ফোনটির অন্যতম হাইলাইট হল এর পিছনের প্যানেলে থাকা আরজিবি লাইট-এনেবল আর্ক ইন্টারফেস, যা গেমিং, চার্জিং এবং ইনকামিং কল বা মেসেজের মতো নোটিফিকেশনগুলির জন্য বিভিন্ন রঙের আলো প্রদর্শন করে।

এছাড়াও, Tecno Pova 5 Pro-এ ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে যা ট্যাকটাইল প্রতিক্রিয়া বাড়ায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য, এই ফোনে একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ, জিপিএস, চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

Tecno Pova 5 Pro-এর মূল্য এবং লভ্যতা

ইন্দোনেশিয়ায় Tecno Pova 5 Pro এবং Pova 5-এর প্রি-অর্ডার প্রক্রিয়াটি আজ থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। Pro মডেলটির একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২৯,৪৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৬,০৩০ টাকা)। যা বেশ আকর্ষণীয় বলা চলে। এটি দুটি কালার অপশনে উপলব্ধ – ডার্ক ইলিউশন এবং সিলভার ফ্যান্টাসি। ভারতের বাজারে ফোনটি কবে লঞ্চ করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।