Tecno Camon 19 Pro 5G: মিড রেঞ্জে দুর্দান্ত ফিচারের ফোন এনে তাক লাগালো টেকনো, রয়েছে 64 এমপি ক্যামেরা

আজ অর্থাৎ ১০ই আগস্ট ভারতের বাজারে পা রাখলো Tecno Camon 19 Pro 5G। এই মডেলটি মিড-রেঞ্জে এসেছে। সংস্থার বিবৃতি অনুসারে, আলোচ্য মডেলে ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট’ কাস্টম ডিজাইন ৬৪ মেগাপিক্সেল RGBW+ (G+P) মুখ্য সেন্সর আছে। এই ক্যামেরা কম আলো এবং কম্পমান অবস্থায় ‘শার্প’ ও ‘স্টেডি’ ছবি ক্লিক করার জন্য অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন (HIS) টেকনোলজি সমর্থন করে। এছাড়া উক্ত হ্যান্ডসেটে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে৷ সর্বোপরি, মেমরি ফিউশন ফিচারের মাধ্যমে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত র‌্যাম ব্যবহার করা যাবে এই নতুন ফোনে। চলুন এবার Tecno Camon 19 Pro 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং যাবতীয় বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি -এর দাম ও লভ্যতা (Tecno Camon 19 Pro 5G price and availability in India)

ভারতের বাজারে, টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি স্মার্টফোনকে ২১,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই বিক্রয় মূল্য উক্ত মডেলের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের জন্য নির্ধারণ করা হয়েছে। লভ্যতার কথা বললে, এটি সিডার গ্রিন এবং ইকো ব্ল্যাক কালার বিকল্পে আগামী ১২ই আগস্ট থেকে অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে প্রথমবার কেনার জন্য উপলব্ধ হবে।

টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি -এর স্পেসিফিকেশন (Tecno Camon 19 Pro 5G specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিন দ্বারা চালিত। এতে একটি ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) LTPS ডিসপ্লে আছে, যা ১২০ হাৰ্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য, উক্ত হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার দারুন গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য মিডিয়াটেক হাইপারইঞ্জিন ২.০ এবং মালি জি৫৭ জিপিইউ উপলব্ধ। ডিভাইসটি ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে। যদিও মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে ফোনের র‌্যাম ৫ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য।

ফটোগ্রাফির জন্য, Tecno Camon 19 Pro 5G ফোনে একগুচ্ছ ক্যামেরা মোড সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। সেক্ষেত্রে এই ক্যামেরা সেটআপে এফ/১.৬৫ অ্যাপারচার সমেত একটি কাস্টম ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) প্রাইমারি সেন্সর রয়েছে, যা OIS এবং HIS টেকনোলজি সমর্থন করার পাশাপাশি ২০০% আলো শোষণ করার মাধ্যমে ‘শার্প’ ও ‘স্টেডি’ ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া দুটি ২ মেগাপিক্সেলের রিয়ার সেন্সরও অন্তর্ভুক্ত থাকছে এই সেটআপে। অন্যদিকে সেলফি ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ডিভাইসে, এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর রয়েছে।

টেকনোর এই লেটেস্ট মিড-রেঞ্জ হ্যান্ডসেটে কানেক্টিভিটির জন্য – ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ৫জি (১২টি ব্যান্ড সমর্থন), ৪জি এলইটি, OTG, NFC, ব্লুটুথ ভি৫.০ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাম্বিয়েন্ট লাইট, ই-কম্পাস, জাইরোস্কোপ এবং একটি সাইড-মাউন্টেড অ্যান্টি-অয়েল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সামিল থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 19 Pro 5G -তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬৬.৬৫x৭৪.৩১x৮.৫৮ মিমি।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago