Amazon সেলের বিশেষ চমক হবে Tecno Camon 19 Pro Mondrian Edition, গিরগিটির মতো রঙ বদলাবে

কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম যে, শেনঝেন ভিত্তিক টেক ব্র্যান্ড Tecno ভারতে Camon 19 Pro Mondrian Edition নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সেই দাবি সত্যি করে এখন ই-কমার্স সাইট Amazon India আলোচ্য মডেলের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করলো। যার দরুন Tecno তাদের এই আপকামিং হ্যান্ডসেটকে অনতিবিলম্বে লঞ্চ করবে বলেই আমাদের অনুমান।

সদ্য লাইভ হওয়া এই মাইক্রোসাইটের মাধ্যমে Tecno Camon 19 Pro Mondrian Edition -এর বাহ্যিক ডিজাইন এবং মুখ্য ফিচার সমূহ কীরূপ হবে তার বিশদ প্রকাশ্যে এসে গেছে। আপাতত অনলাইন শপিং পোর্টালটি নির্দিষ্ট কোনো লঞ্চ তারিখের বদলে “coming soon” লেখা একটি পোস্টার শেয়ার করেছে তাদের মাইক্রোসাইটে। তবে ফোনটি হয়তো ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২’ (Great Indian Festival 2022) সেল চলাকালীন কেনার জন্য উপলব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশনের প্রধান আকর্ষণ হল, এর ব্যাক প্যানেলকে পলিক্রোম্যাটিক ফটোআইসোমার (polychromatic photoisomer) প্রযুক্তির সাথে নিয়ে আসা হবে। আরো সোজা ভাষায় বললে, ফোনের পিছনে থাকা প্রতিটি ব্লক সাদা থেকে একাধিক শেডে রঙ পরিবর্তন করতে পারে, ঠিক যেমন নীচে প্রদত্ত ছবিতে দেখা যাচ্ছে। ফোনটির এই ‘কালার চেঞ্জিং’ প্রযুক্তির নাম “সানলাইট ড্রয়িং” দেওয়া হয়েছে। কেননা এটি সূর্যের আলো পড়লেই রঙ পরিবর্তন করতে সক্ষম।

Tecno Camon 19 Pro Mondrian Edition -এর সম্ভাব্য স্পেসিফিকেশন

অ্যামাজন লিস্টিং অনুসারে, টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন স্মার্টফোনে একটি ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪৬০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে চলবে। আবার স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম পাওয়া যাবে। তবে লাইভ হওয়া মাইক্রোসাইট দেখে, হ্যান্ডসেটটি অতিরিক্তভাবে আরো ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্ট সহ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Tecno Camon 19 Pro Mondrian Edition -এ লেজার অটোফোকাস ইউনিট এবং কোয়াড-LED ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – OIS সক্ষম ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ অ্যাসিস্ট লেন্স হতে পারে। আর ডিভাইসের সামনে থাকবে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পরিশেষে, টেকনো বিকশিত এই আপকামিং স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।