Tecno Camon 30 50MP Selfie Camera And 16GB Ram Phone Available In Just 19999 Rs Free Smartwatch

এখন 19,999 টাকায় মিলছে 50MP সেলফি ক্যামেরা ও 16GB র‍্যামের এই ফোন, কিনলে FREE পাবেন স্মার্টওয়াচ

বিশেষ তেমন উপলক্ষ না থাকলেও Amazon India হামেশাই এমন কিছু অফার দিয়ে থাকে, যেগুলি তার কাস্টমারদের মুখে হাসি ফোটায়। যেমন এই মুহূর্তে ই-কমার্স জায়ান্টটি Tecno Camon 30 স্মার্টফোনে এমন আশ্চর্যজনক অফার দিচ্ছে, যেখানে ফোনটি কিনলে সাশ্রয় তো হবেই পাশাপাশি ফ্রি মিলবে একটি স্মার্টওয়াচও। হ্যাঁ ঠিকই বলছি। ভারতের প্রথম 100MP OIS রিয়ার ক্যামেরা এবং 50MP AF সেলফি ক্যামেরাবিশিষ্ট বাজেট স্মার্টফোন Tecno Camon 30, যাতে বড় AMOLED ডিসপ্লে, ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ এবং 70W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে – এখন হাজার হাজার টাকা ছাড়ে মিলছে। তাছাড়া এটি Amazon থেকে অর্ডার করলে নিখরচায় স্মার্টওয়াচে হাতে পেয়ে যাবেন।

ব্যাপক ছাড়ে কিনুন Tecno Camon 30, সাথে স্মার্টওয়াচ ফ্রি

টেকনো ক্যামন ৩০ স্মার্টফোনের ৮ জিবি (সাথে আরও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট) ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ২৭,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজনের অফারে এটি ১৮% ছাড়ে ২২,৯৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে অর্ডারের সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ৩,০০০ টাকার ডিসকাউন্ট।

এছাড়া, মোবাইল ফোনটি কেনার ক্ষেত্রে পুরোনো হ্যান্ডসেট বদলে নিলে ২১,৮৪৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যাবে (শর্তাবলি প্রযোজ্য)। উপরন্তু, এর সাথে বিনামূল্যে পাওয়া যাবে ১,৬৯৯ টাকার itel ICON 3 স্মার্টওয়াচও।

Tecno Camon 30 ফোনের স্পেসিফিকেশন

টেকনো ক্যামন ৩০ স্মার্টফোনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে, যা টিউভি রেইনল্যান্ড (TÜV Rhineland) সার্টিফিকেশনপ্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, যেখানে ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের বিকল্প বর্তমান – রয়েছে ১২ জিবি অবধি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুবিধাও। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে ফটোগ্রাফির জন্য Tecno Camon 30 ১০০ মেগাপিক্সেল ওআইএস (OIS) প্রাইমারি Hi-res ক্যামেরাযুক্ত বিশেষ আই-ট্র্যাকিং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। আবার সফ্টওয়্যার ফ্রন্টে এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক HiOS কাস্টম স্কিনের সাথে আসে, যা তিন বছরের ওএস ও সিকিউরিটি প্যাচ আপডেট পাবে। উল্লেখ্য, এই ফোনটিতে আছে চ্যাটজিপিটি (ChatGPT) ভিত্তিক ইলা (Ella)-র সাপোর্টও।