এবার সস্তায় হাতে আসবে ফ্লিপ ফোন, Tecno Phantom V Flip দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর সহ আসছে

চলতি বছরের মার্চ মাসের শুরুতে Tecno তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Phantom Fold V লঞ্চ করে। যদিও অন্যান্য সংস্থা...
SUPARNA 1 Sept 2023 11:10 AM IST

চলতি বছরের মার্চ মাসের শুরুতে Tecno তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Phantom Fold V লঞ্চ করে। যদিও অন্যান্য সংস্থা ফোল্ডের পাশাপাশি ফ্লিপ স্টাইলের হ্যান্ডসেটও ইতিমধ্যেই নিয়ে এসেছে। ফলে বললে ভুল হবে না যে, এই বিভাগে সামান্য পিছিয়ে আছে Tecno। তবে এখন মনে হচ্ছে, নিজেদের এই কমতি পূরণ করতে সংস্থাটি খুব শীঘ্রই ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইনের একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। কেননা হালফিলে Tecno Phantom V Flip নামের একটি মডেলকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেতে দেখা গেছে। এমনকি এর রেন্ডার ও হ্যান্ডস-অন ইমেজও প্রকাশ্যে এসেছে। আর আজ এই একই হ্যান্ডসেটকে Google Play Console সাইটে স্পট করা গেল। যার দরুন এর নাম সহ মডেল নম্বর এবং বেশ কয়েকটি কি-ফিচার সামনে এসেছে। মনে করা হচ্ছে লঞ্চ-পরবর্তী সময়ে Tecno Phantom V Flip, Samsung Galaxy Z Flip 5, Oppo Find N3 Flip, Motorola Razr Ultra, Vivo X Flip এর মতো মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Google Play Console সাইটে উপস্থিত হল Tecno Phantom V Flip স্মার্টফোন

চলতি মাসের শুরুতে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনের রেন্ডার এবং একটি হ্যান্ড-অন ইমেজে অনলাইনে ফাঁস হয়েছিল। পরবর্তীতে আসন্ন এই হ্যান্ডসেটকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা যায়। আর আজ এই ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console ) -এ উপস্থিত হল। যার দরুন মনে করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো এটি লঞ্চের মুখ দেখবে। উক্ত সাইট অনুসারে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ AD11 মডেল নম্বর সহ আসবে। জানিয়ে রাখি, এই একই মডেল নম্বরের সাথে অন্যান্য সার্টিফিকেশন সাইটেও খুঁজে পাওয়া গেছে ফোনটিকে।

গুগল প্লে কনসোলের লিস্টিং নিশ্চিত করেছে যে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনের ডিসপ্লে ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) রেজোলিউশন এবং ৪৮০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক এমটি৬৮৯৩জেড / সিজেডএ (MediaTek MT6893Z/CZA) সিস্টেম-অন চিপ ব্যবহার করা হতে পারে। আমাদের অনুমান এটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর। জিপিইউ হিসাবে মালি-জি৭৭ থাকবে। টেকনো ব্র্যান্ডের এই আপকামিং হ্যান্ডসেটকে ৮ জিবি র‍্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ পাওয়া যাবে।

পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয় যে, Tecno Phantom V Flip স্মার্টফোনে ৬.৯-ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হবে। আর সম্প্রতি ফাঁস হওয়া রেন্ডারে, ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল এবং ঠিক তার পাশেই ১.৩৯-ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন দেখা গেছে। জানা যাচ্ছে রিয়ার ক্যামেরাগুলি - ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স হতে পারে। এছাড়া FCC সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপে ১,১৬৫ এমএএইচ + ২,৭৩৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Show Full Article
Next Story