Tecno Phantom V Fold: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল, চাপে Samsung

বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে টেকনো (Tecno) তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে Phantom V Fold-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এই সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবলটি এবছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। এতে রয়েছে অ্যামোলেড ফোল্ডেবল ডিসপ্লে, MediaTek Dimensity 9000 Plus প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে ভারতের বাজারে Tecno Phantom V Fold দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Tecno Phantom V Fold দাম এবং লভ্যতা

ভারতের বাজারে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৯,৯৯৯ টাকা। আর এর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৯৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর্লি বার্ড সেলের সময় গ্রাহকরা ফ্যান্টম ভি-এর বেস মডেলটি ৭৯,৯৯৯ টাকায় কিনতে সক্ষম হবেন, যা পরে ঘোষণা করা হবে। ফ্যান্টম ভি ফোল্ড ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

Tecno Phantom V Fold-এর স্পেসিফিকেশন

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড হল একটি লেফ্ট-রাইট ফোল্ডেবল স্মার্টফোন, যার সামনের দিকে পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৪২ ইঞ্চির অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৫২০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

আবার ভিতরের দিকে, একটি পাঞ্চ-হোল কাট-আউট সহ ৭.৮৫ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড এলটিপিও স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন ২,০০০ x ২,২৯৬ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Tecno Phantom V Fold-এর ব্যাক প্যানেলে বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ডুয়েল-এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়া, ফোনটির কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে আর ভিতরের স্ক্রিনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Phantom V Fold ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোল্ডেবল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক টেকনোর হাইওএস ইউআই (HiOS UI) ইউজার ইন্টারফেসে রান করে। নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। আনফোল্ড করা অবস্থায় Phantom V Fold-এর পরিমাপ ১৫৯.৪ x ১৪০.৪ x ৬.৯ মিলিমিটার এবং এর ওজন প্রায় ২৯৯ গ্রাম।