Poco X3 Pro পেল Android 12-এর সাথে MIUI 13 আপডেট

বর্তমানে পোকোর অন্যতম বেস্ট সেলিং স্মার্টফোনের নাম Poco X3 Pro। অভাবনীয় দামে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে হ্যান্ডসেটটির ইউএসপি‌। এটি জনপ্রিয়তার নিরিখে সংস্থার লেজেন্ডারি Poco F1-এর সমতুল্য বলেও দাবি অনেকের। তবে Poco F1 মডেলটির সফটওয়্যার সাপোর্ট বন্ধ হলেও Poco X3 Pro-এর ক্ষেত্রে তা এখনও হয়নি। ডিভাইসটি এবার Android 12 নির্ভর MIUI 13 স্টেবেল আপডেট পেয়ে আরও ধারালো হল।

শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, আপডেটের বিল্ড নম্বর 13.0.3.0.SJUMIXM‌।’ গ্লোবাল ট্যাগ’ থাকার অর্থ এটি বিভিন্ন রিজিওনাল ভ্যারিয়েন্টে রোলআউট করা চলছে‌। সাইজ ৩.১ জিবি। এর সাথে Android 12 এবং ফেব্রুয়ারির সিকিউরিটি আপডেটও এসেছে।

Poco X3 Pro-এর চেঞ্জলগে অবশ্য নতুন অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি প্যাচ ছাড়া বেশি কিছু উল্লেখ নেই। নতুন ফিচারগুলির মধ্যে হাইলাইট একটাই। আর সেটা হল সরাসরি সাইডবার থেকে ফ্লোটিং উইন্ডো হিসাবে অ্যাপ্লিকেশন খোলার ক্ষমতা। এছাড়া কয়েকটি অ্যাপে অপ্টিমাইজেশন যুক্ত হয়েছে।

প্রসঙ্গত, Poco X3 Pro-এর MIUI 13 আপডেট এখনও রোলআউটের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং আপাতত এমআই বিটা টেস্টারদের কাছে ইন্সটলের জন্য উপলব্ধ বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে সমস্ত বাগ থেকে মুক্ত নিশ্চিত করা গেলেই সেটি আরও ব্যবহারকারীদের কাছে পৌঁছবে।