Garena Free Fire Today Redeem Code 27 January: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Codes Today 27 January 2022: জনপ্রিয় মোবাইল গেম Garena Free Fire তাদের গেমারদের মনোরঞ্জনের জন্য প্রতিদিনই কিছু ফ্রি রিডিম কোড রিলিজ করছে। এই কোডগুলো ব্যবহার করে গেমাররা বিনামূল্যে বিভিন্ন আইটেম যেমন, ক্যারেক্টার, উইপন, স্ক্রিন ইত্যাদি অর্জন করতে পারবেন। অন্যথায় গেমারদের পয়সা খরচ করে ইন-স্টোর থেকে তাদের পছন্দমতো এই ধরনের আইটেমগুলি কিনতে হয়। কিন্তু যেহেতু সবার পক্ষে নিত্যদিন গেম খেলার জন্য পয়সা খরচ করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই সব ধরনের গেমারদের আকৃষ্ট করতে Garena Free Fire-র তরফ থেকে ফ্রি রিডিম কোডের বন্দোবস্ত করা হয়।

এদিকে সম্প্রতি Garena Free Fire টুইটার হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে, ফ্রি ফায়ারের গেমারদের জন্য ‘মোকো স্টোর’ নামে একটি অভিনব ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে গেমাররা বিভিন্ন আইটেমের ওপর ডিসকাউন্ট পাবেন। এমনকি বিনামূল্যে একাধিক ইন-গেম আইটেম লাভ করতে পারবেন। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই স্টোর উপলব্ধ থাকবে। তবে এই মোকো স্টোরের পাশাপাশি প্রতিদিনের মত আজও ফ্রি রিডিম কোডের সরবরাহ অব্যাহত‌। চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire রিডিম কোডগুলি ।

Free Fire today redeem codes 27 January (আজ ২৭ জানুয়ারির ফ্রি ফায়ার রিডিম কোড) ।

FY65-RWFE-RTIG

U9TG-QV2S-Z3RF

JVGH-O987-6YTD

GE4H-5J6K-YIH8

VGHY-EURG-JFQ2

34RU-765R-DFEG

RNTY-KLUO-J9N8

UGJT-KOU9-J8H7

G6F5-TDRS-WFG4

B5TJ-KYIH-8G76

D5RS-4EFG-RBTN

J2KI-HO87-6D5R

EF3G-4B5T-NYHK

O87S-65RT-5678

Garena Free Fire redeem codes for January 27 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ২৭ জানুয়ারি ২০২২)

F65S-4RAE-DQ23

4RUT-G65T-DRSF

FE56-K7UJ-HGSA

FQ23-X456-TUF6

F4E4-R6F7-GYU7

F8O0-LOJ9-YFGD

FG1F-QD23-RGTS

F7GR-HTJY-KOH9

FG7F-T35T-YUJO

F5YS-TSRA-E2ED

F3TG-7DTE-R4TH

FY7U-OPH9-B8V7

DTFR-TKYO-HB87

F65S-ARQD-234G

Free Fire redeem code for January 27, 2022: How to redeem (ফ্রি ফায়ার রিডিম কোড ২৭ জানুয়ারি, ২০২২ কীভাবে রিডিম করবেন)

  • গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে রিওয়ার্ড অর্জন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল রিডেম্পশন সাইট https://reward.ff.garena.com.en -এ যেতে হবে।
  • এখানে গেস্ট অ্যাকাউন্ট হিসেবে লগইন না করে নিজস্ব Google, Facebook, Huawei, VK বা Apple- যেকোনো আইডি দিয়ে এন্টার করতে হবে।
  • এবার উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সটবক্সে পেস্ট করতে হবে। তারপর নীচের ‘ok’ বাটনে ক্লিক করলেই কাজ হাসিল।
  • কোড সঠিক হলে স্ক্রিনে ‘Successful’ মেসেজ দেখা যাবে। তবে ইন-মেল সেকশনে রিওয়ার্ড পৌঁছতে ২৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে।