Tecno phantom v2 flip fcc certification reveals design spes

FCC থেকে Tecno Phantom V2 Flip-এর ফিচার ফাঁস হল, থাকবে ডুয়াল সেল ব্যাটারি, 70W চার্জিং

টেকনো (Tecno) বর্তমানে তাদের দ্বিতীয় প্রজন্মের ফ্লিপ ফোল্ডেবল ফোনে কাজ করছে বলে জানা গেছে। Tecno Phantom V2 Flip মডেলটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এটি প্রথম প্রজন্মের Tecno Phantom V Flip হ্যান্ডসেটের উত্তরসূরি হিসেবে আসবে, যা গত বছর আত্মপ্রকাশ করেছিল। সার্টিফিকেশন তালিকাটি হ্যান্ডসেটটির ডিজাইনের স্কিম্যাটিক সহ আসন্ন Tecno Phantom V2 Flip ফোনের কিছু প্রধান বিবরণও প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Tecno Phantom V2 Flip পেল FCC সার্টিফিকেশন

টেকনো ফ্যান্টম ভি২ ফ্লিপ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে AE11 মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। ডিজাইন স্কিম্যাটিক প্রকাশ করেছে যে আসন্ন ফোল্ডেবলটিতে একটি নতুন ডিজাইন থাকবে। ফোনটির পিছনের প্যানেলে একটি বড় সেকেন্ডারি স্ক্রিন দেখা যাবে। এই বর্গাকার ডিসপ্লের ওপরে বাঁদিকে দুটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। জানিয়ে রাখি, লেটেস্ট ফ্যান্টম ভি ফ্লিপে বৃত্তাকার ক্যামেরা মডিউল রিংয়ের ভিতরে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি ডিভাইসের ডানদিকে অবস্থিত।

এফসিসি লিস্টিংয়ে আরও উল্লেখ করা হয়েছে যে, টেকনো ফ্যান্টম ভি২ ফ্লিপ হ্যান্ডসেটটি ৩,৪১০ এমএএইচ ব্যাটারি এবং ১,১৮০ এমএএইচ ক্ষমতার ডুয়েল-সেল ব্যাটারি দ্বারা চালিত হবে। এর মানে ফোনটিতে মোট ৪,৫৯০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। এটি তার পূর্বসূরির থেকে ১৫ শতাংশ বড়। ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটি ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ তালিকাভুক্ত রয়েছে। এছাড়া, আনফোল্ড করা অবস্থায় টেকনো ফ্যান্টম ভি২ ফ্লিপ হ্যান্ডসেটটির পরিমাপ হবে ১৭০×৭৪×৮ মিলিমিটারের এবং ফোল্ড করা অবস্থায় যা ৮৫×৭৪×১৬ মিলিমিটার হবে।

এফসিসি ছাড়াও, Tecno Phantom V2 Flip ফোনটিকে ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। এটি MediaTek Dimensity 8020 প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি বেঞ্চমার্ক ডেটাবেসের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ৮১৪ এবং ২,৭৬৬ পয়েন্ট স্কোর করেছে।