বড় চমক, Samsung Galaxy M42 হবে গ্যালাক্সি এম সিরিজের প্রথম 5G ফোন

Samsung ২০১৯ সালে Xiaomi, Realme দের মত ব্র্যান্ডকে টেক্কা দিতে Galaxy M সিরিজের সূচনা করেছিল। মূলত এশিয়া ও ইউরোপের দেশগুলিতে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা হয়। কম দামে দুর্দান্ত ফিচার থাকার কারণে ইতিমধ্যেই গ্যালাক্সি এম সিরিজ জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয়তা আরও বাড়াতে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এবার এই সিরিজের ফোনে 5G সাপোর্ট দিতে পারে। রিপোর্ট কে বিশ্বাস করলে Samsung Galaxy M সিরিজের প্রথম 5G ফোন হবে Galaxy M42। সম্প্রতি এই ফোনটি ওয়াইফাই সার্টিফিকেশন (Wi-Fi Alliance) লাভ করেছে।

Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম৪২ কে SM-M426B মডেল নম্বর সহ দেখা গেছে। যার পরেই মনে হচ্ছে এই ফোনটি ইতিমধ্যে লঞ্চ হওয়া Samsung Galaxy A42 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। কারণ গ্যালাক্সি এ৪২ ৫জি এরও মডেল নম্বরের (SM-A426B) সাথে এই ফোনের মডেল নম্বরের মিল আছে। সুতরাং আমরা আমরা শীঘ্রই ভারত সহ আরও কয়েকটি মার্কেটে Samsung Galaxy M42 5G কে লঞ্চ হতে দেখতে পারি।

এর আগে SamMobile এর একটি রিপোর্টে বলা হয়েছিল গ্যালাক্সি এম৪২ ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। আবার ফোনটি ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। আপাতত Samsung Galaxy M42 5G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।

Samsung Galaxy A42 5G এর কথা বললে এই ফোনে আছে, ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন