সমস্ত রেকর্ড ভেঙে দিল 5G Smartphone, ভারতে 100 কোটি মানুষের কাছে এখন রয়েছে এই নতুন প্রযুক্তি

Samsung, Vivo, এবং OnePlus, 5G সেগমেন্টে প্রথম তিনটি স্থান ধরে রেখেছে, যৌথভাবে তারা ৫৪ শতাংশ শিপমেন্ট করেছে

ভারতে 5G স্মার্টফোনের বিক্রয় বৃদ্ধি পেয়ে ১০০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে গেল। ফলে বলতে দ্বিধা নেই যে, ক্রেতারা 5G ফোন কেনার দিকে আগ্রহ দেখাচ্ছে। শুক্রবার প্রকাশিত হওয়া CyberMedia Research (CMR)-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে স্মার্টফোন শিপমেন্টে নেতৃত্ব দিয়েছে Samsung এবং OnePlus। যাদের মার্কেট শেয়ার যথাক্রমে ২৪ শতাংশ এবং ২০ শতাংশ।

যদিও সামগ্রিক শিপমেন্ট ৬ শতাংশ কমে গেছে, তবে ভারতে ৫জি স্মার্টফোনের শিপমেন্ট ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৫ শতাংশ বেড়েছে। আর ভারতসহ অন্যান্য দেশে শিপমেন্ট বেড়েছে ৪৭ শতাংশ, যা ২০২২ সালের থেকে ৩১ শতাংশ বেশি।

রিপোর্ট অনুসারে, ভারতে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৭ মিলিয়ন ৫জি স্মার্টফোনের শিপমেন্ট হয়েছে, যার গড় বিক্রয়মূল্য ৩৬৬ ডলার অর্থাৎ প্রায় ৩০ হাজার টাকা।

Samsung, Vivo, এবং OnePlus, 5G সেগমেন্টে প্রথম তিনটি স্থান ধরে রেখেছে, যৌথভাবে তারা ৫৪ শতাংশ শিপমেন্ট করেছে। আর ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে Samsung, Vivo এবং Xiaomi যথাক্রমে ১৮ শতাংশ, ১৫ শতাংশ এবং ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে সমগ্র স্মার্টফোন বাজারের প্রথম তিনটি স্থান দখল করেছে। এছাড়াও, Realme ১২ শতাংশ এবং Oppo ১০ শতাংশ মার্কেট অধিকার করেছে।

দেখা গিয়েছে ২৫ হাজার টাকা মূল্যের স্মার্টফোন সেগমেন্টে মার্কেট শেয়ার ছিল ৭২ শতাংশ। আর ৭০০০ টাকার কমের স্মার্টফোনগুলির বিক্রি এই বছরে ৫১% শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে Redmi A2 এবং Infinix 7 HD ফোনের বিক্রি হয়েছে সব থেকে বেশি।

এছাড়াও, প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ ২৫,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে স্মার্টফোনের বিক্রি এই বছরে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর সুপার প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ ৫০,০০০ থেকে ১ লাখের মধ্যে এবং উবার প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ ১লাখের উপরে স্মার্টফোনের বিক্রি যথাক্রমে ৯৫ শতাংশ ও ১৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বছরে স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য ১৭ শতাংশ বেড়েছে।

সাইবার মিডিয়া রিসার্চ ইন্ডাস্ট্রির ইন্টেলিজেন্স গ্রুপের এনালিসিস শিপ্রা সিনহা বলেছেন, ‘বিশ্বজুড়ে টালমাটাল অর্থনীতির কারণে সমগ্র স্মার্টফোন বাজারে মন্দা দেখা দিয়েছে। তাই আসন্ন উৎসব মরশুমে সংস্থাগুলির উচিত স্টক খালি করার করার জন্য কৌশলগত পদ্ধতি অবলম্বন করা উচিত। তবে সমগ্র স্মার্টফোন শিপমেন্টে সামগ্রিক পতন সত্ত্বেও ৫জি স্মার্টফোন সেগমেন্ট ৪৭ শতাংশ মার্কেট শেয়ার দখল করে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।’