DSLR এর মতো বেরোবো ক্যামেরার লেন্স, বিশ্বের প্রথম এমন ফোন লঞ্চ করল Tecno

টেকনো প্রত্যাশা মতোই গতকাল (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের Tecno Phantom X2 সিরিজটি বিশ্ববাজারে লঞ্চ করেছে। এই লাইনআপে এসেছে Tecno Phantom X2 এবং Tecno Phantom X2 Pro। এই ডিভাইসগুলি হল ব্র্যান্ডের প্রথম “ট্রু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ” হ্যান্ডসেট। এবং এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যার পোট্রেট লেন্স ডিজিটাল ক্যামেরার মতো মডিউল থেকে বেরিয়ে আসবে। দুটি মডেলেই প্রায় একই রকমের স্পেসিফিকেশন। শুধুমাত্র ক্যামেরার পরিপ্রেক্ষিতে আলাদা।

Tecno Phantom X2 এবং Phantom X2 Pro-এ রয়েছে ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9000 চিপসেট এবং ৫,১৬০ এমএএইচ ব্যাটারি। তবে, স্ট্যান্ডার্ড মডেলে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে Pro মডেলটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএনভি প্রাইমারি সেন্সর অফার করে। আসুন তাহলে Tecno Phantom X2 লাইনআপের দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

টেকনো ফ্যান্টম এক্স ২ সিরিজের স্পেসিফিকেশন – Tecno Phantom X2 Series Specifications

টেকনো ফ্যান্টম এক্স ২ সিরিজের স্মার্টফোনগুলিতে অভিনব ডিজাইন দেখা যায়। দুই মডেলেরই ব্যাক প্যানেলের মাঝখানে একটি বড় ক্যামেরা আইল্যান্ড অবস্থান করছে। তবে, প্রো মডেলটির একটি ক্যামেরার চারপাশে একটি রঙিন রিং রয়েছে, যা এটিকে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের থেকে আলাদা করে। ফ্যান্টম এক্স ২ এবং ফ্যান্টম এক্স ২ প্রো-এ ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই ১০ বিট প্যানেলটি ডিসিআই-পি৩ কালার গ্যামটের ১০০% কভার করতে পারে এবং এর ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। প্যানেলগুলি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Tecno Phantom X2 লাইনআপের হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত, যা একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। মডেলগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ১২.০ (HiOS 12.0) কাস্টম স্কিনে রান করে। Phantom X2 এবং Phantom X2 Pro ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি ২.০ (টাইপ-সি)- এর মতো একাধিক কানেক্টিভিটি অপশন অফার করে। এই নতুন টেকনো ফোনগুলিতে ডুয়েল স্টেরিও স্পিকারের অভাব রয়েছে, তবে নিরাপত্তার জন্য উভয় মডেলে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

উল্লেখযোগ্যভাবে, Tecno Phantom X2 Pro-তে hiseh ২.৫x জুম এবং এফ/১.৪৯ অ্যাপারচার লেন্স সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ পপ-আপ পোট্রেট ক্যামেরা রয়েছে। এই লেন্সটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএনভি প্রাইমারি ক্যামেরা এবং ম্যাক্রো ভিশন সাপোর্ট সহ একটি ১৩ মেগাপিক্সেলের স্যামসাং ৩এল৬ আল্ট্রা-ওয়াইড সেন্সরের সাথে যুক্ত। তিনটি ক্যামেরাই অটো-ফোকাস সাপোর্ট করে, কিন্তু এগুলিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) নেই।

অন্যদিকে, Tecno Phantom X2-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং জিডাব্লিউবি প্রাইমারি ক্যামেরা সেন্সর, ম্যাক্রো ভিশন সাপোর্ট সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, Tecno Phantom X2 এবং Phantom X2 Pro-এর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ফোনে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

টেকনো ফ্যান্টম এক্স২ সিরিজের মূল্য এবং লভ্যতা – Tecno Phantom X2 Series Price and Availability

সৌদি আরবের বাজারে টেকনো ফ্যান্টম এক্স২-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৬৯৯ সৌদি রিয়াল (প্রায় ৫৯,১০০ টাকা)। অন্যদিকে, টেকনো ফ্যান্টম এক্স২ প্রো-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩,৪৯৯ সৌদি রিয়াল (প্রায় ৭৬,৬০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি স্টারডাস্ট গ্রে এবং মুনলাইট সিলভার- এই দুই কালার অপশনে বাজারে এসেছে। আর ফ্যান্টম এক্স২ প্রো ফোনটি মার্স অরেঞ্জ (পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি) এবং স্টারডাস্ট গ্রে-এর মতো কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। ফোন দু’টি ভারতেও শীঘ্রই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।