২ হাজার টাকা ছাড় সহ ৫ হাজার টাকার ট্রলি ফ্রি, দুর্দান্ত ফিচারের Tecno Phantom X2 ফোনের বুকিং শুরু

Tecno গত মাসে তাদের লেটেস্ট প্রিমিয়াম রেঞ্জের 5G-এনাবল স্মার্টফোন Tecno Phantom X2 -এর ঘোষণা করেছিল। আর ২০২৩ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এটিকে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। তবে অফিসিয়াল লঞ্চের ১ সপ্তাহ আগেই অর্থাৎ আজ (২রা জানুয়ারি) থেকে এই স্মার্টফোনকে অনলাইন শপিং সাইট Amazon -এর মাধ্যমে আগাম বুক করার জন্য উপলব্ধ করা হল। আর প্রি-বুকিংকারীরা একাধিক লোভনীয় অফারের ভরপুর ফায়দা তুলতে পারবেন। যারমধ্যে রয়েছে ফ্লাট ২,০০০ টাকার বিশেষ ডিসকাউন্ট সহ অ্যামাজন প্রাইম অ্যাপের ফ্রি মেম্বারশিপ। চলুন Tecno Phantom X2 -এর স্পেসিফিকেশন, দাম এবং প্রি-বুকিং সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

টেকনো ফ্যান্টম এক্স২ -এর প্রি-বুকিং শুরু হল (Tecno Phantom X2 pre-booking details)

টেকনো ফ্যান্টম এক্স২ স্মার্টফোনকে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ ভারতে আনা হবে, যার দাম থাকছে ৩৯,৯৯৯ টাকা। এটিকে আগামী ৯ই জানুয়ারি থেকে স্টারডাস্ট গ্রে এবং মুনলাইট সিলভার কালার ভ্যারিয়েন্টে প্রথমবার ওপেন সেলে বিক্রি করা হবে।

তবে সেল শুরু হওয়ার আগেই আজ অর্থাৎ ২রা জানুয়ারি থেকে ই-কমার্স সাইট (Amazon) -এর মাধ্যমে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। সর্বোপরি আগেই যেমনটা বলেছি, যারা ফোনটিকে আগাম বুক করবেন তারা একাধিক লোভনীয় অফার পাবেন। যেমন – ১২ মাসের অ্যামাজন প্রাইম অ্যাপের মেম্বারশিপ, ছয় মাসের বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্প এবং ফ্যান্টম এক্স২ ফোনের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ফ্যান্টম এক্স৩ (Phantom X3) -তে বিনামূল্যে আপগ্রেড করার সুযোগ পেয়ে যাবেন ক্রেতারা।

এছাড়াও লঞ্চ অফার হিসেবে, ধার্য মূল্যের উপর ২,০০০ টাকার বিশেষ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আবার ফ্যান্টম এক্স২ ফোনের আগাম বুকিং করা প্রথম ১,০০০ জন ক্রেতাদের ৫,৪৯০ টাকা মূল্যের একটি ট্রলি ব্যাগ একদম ফ্রি -তে দেওয়া হবে। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি কিনলে ১৩,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ থাকছে।

টেকনো ফ্যান্টম এক্স২ -এর স্পেসিফিকেশন (Tecno Phantom X2 specifications)

গত মাসে ঘোষণার সময়েই টেকনো ফ্যান্টম এক্স২ ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গিয়েছিল। এতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডবল-কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সমর্থন করে। এটি হল একটি ১০-বিট প্যানেল, যা ১০০% DCI-P3 কালার গ্যামেট কভার করতে সক্ষম। আর নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য Tecno Phantom X2 ফোনে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ১২.০ (HiOS 12.0) কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি ১২ জিবি LPDDR5x র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। যদিও এই ফোন মেমফিউশন ২.১ (MemFusion 2.1) র‌্যাম এক্সটেনশন ফিচার সাপোর্ট করায়, এতে অতিরিক্তভাবে আরো ৫ জিবি অর্থাৎ মোট ১৩ জিবি র‌্যাম পাওয়া যাবে। টেকনোর এই নয়া সংযোজনটি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে এসেছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল- OIS এনাবল ৬৪ মেগাপিক্সেল Samsung GWB প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট স্ন্যাপার রয়েছে। রিয়ার ক্যামেরা তিনটি ৬০fps রেটে ৪কে (4K) রেজোলিউশন ভিডিও শুট করতে সক্ষম এবং সেলফি ক্যামেরাটি ১০৮০পিক্সেল রেজোলিউশনে ভিডিও শুটিং অফার করে।

কানেক্টিভিটির জন্য এই টেকনো হ্যান্ডসেটে – ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়াল সিম স্লট, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। যদিও এই তালিকায় ৩.৫ মিমি অডিও হেডফোন জ্যাক সামিল নেই। যাইহোক পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Phantom X2 5G স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago