7 হাজার টাকার কমে 5000mAh ব্যাটারির ফোনের সেল শুরু, রয়েছে আরও অনেক আকর্ষণীয় ফিচার

Tecno Pop 7 Pro স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৬,৭৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের

গত ১৬ই ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রেখেছিল Tecno Pop 7 Pro। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি থেকে ফোনটির সেল শুরু হল ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) এর মাধ্যমে। লঞ্চ অফারের অংশ হিসাবে আলোচ্য মডেলকে ভারী এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক কার্ড অফারের সাথে কেনা যাবে। বিশেষত্বের কথা বললে, এই এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটে – HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট, সর্বোচ্চ ৩ জিবি র‌্যাম এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া Tecno Pop 7 Pro এদেশে দুটি স্টোরেজ ও আকর্ষণীয় কালার বিকল্পে উপলব্ধ।

ভারতে টেকনো পপ ৭ প্রো -এর দাম ও সেল অফার (Tecno Pop 7 Pro Price and Sale Offers in India)

ভারতে টেকনো পপ ৭ প্রো স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৬,৭৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টটি কিনতে খরচ করতে হবে ৭,২৯৯ টাকা।

প্রথম সেলে ক্রেতাদের জন্য ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা উপলব্ধ থাকবে। Tecno Pop 7 Pro – এন্ডলেস ব্ল্যাক ও ইউনি ব্লু কালার ভ্যারিয়েন্টে এসেছে।

টেকনো পপ ৭ প্রো -এর স্পেসিফিকেশন (Tecno Pop 7 Pro Specifications)

টেকনো পপ ৭ প্রো স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ডিউ-ড্রপ নচ স্টাইলের এবং এটি ৪৮০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এই নয়া মডেল মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ১১.০ (HiOS 11.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য Tecno Pop 7 Pro ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই (AI) লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তদুপরি কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে – ডুয়াল সিম স্লট, ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ আর Tecno Pop 7 Pro স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।