Petrol Price Cut: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে পেট্রোলের দাম লিটার পিছু ২৫ টাকা কমল

দীপাবলির ঠিক মুখে দেশজুড়ে পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। তারপরেই বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্য কর কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর পথে হেঁটেছে৷ এর ফলে বিরোধী-শাসিত রাজ্যগুলিকেও জ্বালানি তেলের দাম কমানোর জন্য ক্রমাগত চাপ আসছিল৷ বিরোধী-শাসিত রাজ্যগুলির মধ্যে প্রথম পঞ্জাব পেট্রল-ডিজেলের দাম হ্রাস করেছে৷ এবার সেই পদাঙ্ক অনুসরণ করে পেট্রোলের দাম কমানোর পথে হাঁটল ঝাড়খন্ড৷ তাও আবার রেকর্ড হারে৷

আজ ঝাড়খন্ডের হেমন্ত সোরেন সরকার ঘোষণা করেছে, রাজ্যজুড়ে মোটরসাইকেল ও স্কুটার ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম লিটার পিছু ২৫ টাকা হারে কমানো হচ্ছে৷ ২০২২-এর ২৬ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে৷

হেমন্ত সোরেন টুইট বার্তায় বলেছেন, “পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বাড়ার ফলে ভুক্তভোগী হয়েছেন গরীব ও মধ্যবিত্তরা৷ তাদের কিছুটা স্বস্তি দিতে টু-হুইলারের জন্য পেট্রোলের দাম ২৫ টাকা হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ মোটরসাইকেল ও স্কুটার ব্যবহারকারীরা জানুয়ারির ২২ তারিখ থেকে সস্তায় পেট্রোল পাবেন৷”

উল্লেখ্য, আজও কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই-সহ  দেশের বিভিন্ন শহরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত৷ আজ, বুধবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৫.৪১ ও ৮৬.৬৭ টাকা৷ দিল্লি সরকার সম্প্রতি পেট্রোলের উপর কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪ শতাংশ করেছে৷ যার ফলে কিছুটা সুরাহা পেয়েছে দিল্লিবাসী৷