Tecno Pova 3 বিশাল বড় ব্যাটারি ও ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ ভারতে লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে Amazon থেকে

Tecno Pova 3 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সাইট Amazon সম্প্রতি এই স্মার্টফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করেছে। যার দৌলতে এর একাধিক কী-ফিচার…

Tecno Pova 3 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সাইট Amazon সম্প্রতি এই স্মার্টফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করেছে। যার দৌলতে এর একাধিক কী-ফিচার আমাদের সামনে এসে গেছে। একই সাথে, ল্যান্ডিং পেজটি লঞ্চ পরবর্তী সময়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে Pova 3 এর উপলব্ধতাও নিশ্চিত করছে। উল্লেখ্য, আসন্ন ফোনটি গত বছর আত্মপ্রকাশ করা Tecno Pova 2 -এর উত্তরসূরি হিসেবে আসবে। এটি FHD+ ডিসপ্লে প্যানেল ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫ জিবি এক্সটেন্ডেবল র‌্যাম প্রযুক্তি অফার করবে। একই সাথে, ফোনটি ফাস্ট চার্জিং সমর্থিত ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলেও ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে।

Tecno Pova 3 স্মার্টফোন স্পেসিফিকেশন

উল্লেখ্য, গত মাসেই ফিলিপাইনের বাজারে আত্মপ্রকাশ করেছিল টেকনো পোভা ৩। আর Amazon এর লিস্টিং দেখে মনে হচ্ছে, ফোনটির ফিলিপাইন ভ্যারিয়েন্টের প্রায় অনুরূপ স্পেসিফিকেশন ও ডিজাইনের সাথে এদেশে পাওয়া যাবে টেকনো পোভা ৩।

এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে একটি গ্রেডিয়েন্ট ডিজাইন এবং কেন্দ্রে একটি ভার্টিকাল রানিং স্ট্রিপ দেখা যাবে। ডিভাইসের সামনে একটি ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইল হবে এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ সাপোর্ট করবে। এছাড়া, ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলেও জানা গেছে।

অ্যামাজনের ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে, আসন্ন Tecno Pova 3 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর সহ আসবে। এতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। উপরন্তু, ফোনটিতে ৫ জিবি এক্সটেন্ডেবল র‌্যাম টেকনোলজিও সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য টেকনোর এই লেটেস্ট স্মার্টফোনে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৭,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত থাকবে। সবশেষে, Tecno Pova 3 স্মার্টফোনটি ৪ডি (4D) ভাইব্রেশনের জন্য ডুয়েল স্টেরিও স্পিকার এবং জেড-এক্সিস (Z-Axis) লিনিয়ার মোটর সহ আসবে।