সেল শুরু, ১৩৪৯ টাকায় ১২ হাজার টাকা Tecno ফোন, ১৩ জিবি র‌্যামের সাথে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি

গত সপ্তাহে ভারতে এসেছিল Tecno Pova 4। আর আজ প্রথমবার এটি বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লোভনীয় এক্সচেঞ্জ অফারের ফায়দা তুলতে পারবেন। বিশেষত্বের কথা বললে, Tecno Pova 4 ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১৩ জিবি র‌্যাম ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

ভারতে সেল শুরু Tecno Pova 4 এর

ভারতে টেকনো পোভা ৪ একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৪,৯৯৯ টাকা। তবে ১৭ শতাংশ ছাড়ে এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া ব্যাঙ্ক অফারের লাভ উঠিয়ে আপনি ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

শুধু তাই নয়, টেকনো পোভা ৪ এর সাথে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! পুরানো ফোন বদলে এই ফোনটি কেনার সময় ১০,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে। আর এত টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে ডিভাইসটি মাত্র ১,৩৪৯ টাকায় নিজের করা যাবে।

Tecno Pova 4 এর বিশেষত্ব

Tecno Pova 4 ফোনে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। অর্থাৎ মোট ১৩ জিবি র‌্যাম পাওয়া যাবে। আর পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাই ওএস ১২.০ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গেমারদের জন্য এই ফোনটি উত্তম। কারণ এতে পাওয়া যাবে গ্রাফাইট কুলিং, প্যান্থার গেম ইঞ্জিন ২.০, ডুয়াল স্টেরিও স্পিকার। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Pova 4 ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া ফোনটির সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট ও ২০.৫:৯ এসপেক্ট রেশিও অফার করবে। আর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল, ও সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।