অফার: 11499 টাকায় 16 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি

আপনি যদি কোনো নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Tecno-র একটি জনপ্রিয় ফোন এই মুহূর্তে কিনতে পারেন। আমরা কথা বলছি Tecno Pova 5 সম্পর্কে।…

আপনি যদি কোনো নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Tecno-র একটি জনপ্রিয় ফোন এই মুহূর্তে কিনতে পারেন। আমরা কথা বলছি Tecno Pova 5 সম্পর্কে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং সংস্থাটি দাবি করেছে যে এটি সেগমেন্টের প্রথম ফোন, যেখানে ৪৫ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সমর্থন করবে। এই চার্জিং প্রযুক্তির সাহায্যে Tecno Pova 5 মাত্র ২১ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। ব্যাটারি ছাড়াও এই ফোনে রয়েছে বড় ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা।

Tecno Pova 5 অ্যামাজনে পাওয়া যাচ্ছে অনেক সস্তায়

১৪,৯৯৯ টাকা এমআরপি সহ আসা টেকনো পোভা ৫ স্মার্টফোনটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১১,৯৯৯ টাকায়। আবার এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে, যারপর ফোনটির মূল্য কমে দাঁড়াবে ১১,৪৯৯ টাকায়। আবার আপনি যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ১১,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে এই এক্সচেঞ্জ বোনাস মূল্য নির্ভর করবে পুরনো ফোনের কন্ডিশন, মডেল ও ব্র্যান্ডের ওপর।

Tecno Pova 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

Tecno Pova 5 থ্রিডি টেক্সচার ডিজাইন সহ এসেছে। এতে আছে ৬.৭৮ ইঞ্চির ডট-ইন ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ও হাইওএস ১৩.০ কাস্টম স্কিন উপস্থিত। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি তোলার জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় ডুয়াল ভিডিও মোড এবং সুপার নাইট শটের মতো মোড সাপোর্ট করবে।

Tecno Pova 5 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি দাবি করেছে যে এটি সেগমেন্টের প্রথম ফোন, যেখানে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ২১ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এবং ৬৬ মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। আবার এতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট।