প্রথম লুকেই ফিদা হয়ে যাবেন, Tecno Pova 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে হাজির, গেমারদের জন্য বড় চমক!
টেকনো (Tecno) আজ তাদের জনপ্রিয় Pova সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। এটি হল Tecno Pova 5, যা...টেকনো (Tecno) আজ তাদের জনপ্রিয় Pova সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। এটি হল Tecno Pova 5, যা বেশ কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন সহ গ্লোবাল মার্কেটে পা রেখেছে। এতে ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং, আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এটি ফ্ল্যাট সাইড এবং ডিসপ্লে সহ একটি আকর্ষণীয় ডিজাইন অফার করে। শুধু তাই নয়, টেকনো ডেডিকেটেড গেমিং ফিচার সহ Pova 5-এর বিশেষ গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) সংস্করণও লঞ্চ করেছে।
Tecno Pova 5-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
টেকনো সাধারণত ডিজাইনের জন্য একটি স্বতন্ত্র পদ্ধতি অনুসরণ করে, যা তাদে স্মার্টফোনকে আলাদা পরিচয় দেয়। টেকনো পোভা ৫-ও এর ব্যতিক্রম নয়, কারণ এতে একটি অভিনব ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে, যাকে কোম্পানি টার্বোর মেকা নাম দিয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে অনেকগুলি লাইন দিয়ে এমন একটি নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে অনেকটা রোবট আর্মরের মতো। টেকনো পোভা ৫-এর বিশেষ ফ্রি ফায়ার এডিশনটির ডিজাইন স্ট্যান্ডার্ড সংস্করণের থেকে খুব বেশি আলাদা নয়। এটি শুধু একটি ভিন্ন কালার অপশন, কিছু স্টিকার এবং একটি কাস্টম প্যাকেজিং বক্সের সাথে এসেছে। ফোনের ভিতরে সম্ভবত কিছু কাস্টমাইজড ওয়ালপেপার এবং আইকনও মিলবে।
এবার আসা যাক স্পেসিফিকেশনের প্রসঙ্গে। টেকনো পোভা ৫-এ ১,০৮০ x ২,৪৬০ পিক্সেলের রেজোলিউশনের সাথে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটি মিড-রেঞ্জ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র্যামের সাথে যুক্ত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Tecno Pova 5-এর রিয়ার প্যানেলে একটি ডেপ্থ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। টেকনোর এই নতুন স্মার্টফোনটির বিশেষত্ব হল এর বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। Tecno Pova 5-এ সাথে একটি ইন-বক্স চার্জার রয়েছে যা ২১ মিনিটে ৫০% এবং ৬০ মিনিটে সম্পূর্ণ ব্যাটারি চার্জ করতে পারে।
Tecno Pova 5-এর মূল্য ও লভ্যতা
কোম্পানি এখনও Tecno Pova 5-এর দাম এবং সেলের তারিখ ঘোষণা করেনি। তবে জানা গেছে ডিভাইসটি হ্যারিকেন ব্লু, অ্যাম্বার গোল্ড এবং মেকা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। জিএসএম এরিনা-এর রিপোর্ট অনুযায়ী, টেকনো দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকায় Pova 5 শীঘ্রই লঞ্চ করবে। তবে এটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।