Categories: Mobiles

ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে শপিং করেন? আপনার জন্য Tecno-র ফোনে দারুণ ছাড়

টেকনো (Tecno) সম্প্রতি ভারতে লেটেস্ট Pova 5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। বড় ব্যাটারি, ৬৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট এবং রিয়ার প্যানেলে এলইডি স্ট্রিপের মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য সহ ডিভাইসগুলি বাজেট-মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল। আর এখন, ব্র্যান্ড Tecno Pova 5 সিরিজকে আরও সাশ্রয়ী করে তোলার জন্য স্ট্যান্ডার্ড Pova 5 এবং উচ্চতর Pova 5 Pro – উভয় মডেলের ওপর সীমিত সময়ের জন্য ছাড় ঘোষণা করেছে। একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যামাজন থেকে নতুন Pova 5 লাইনআপের হ্যান্ডসেটগুলি কিনলে প্রায় হাজার টাকা অবধি ছাড় পেতে পারেন। আসুন এই অফারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Tecno Pova 5 সিরিজে মিলছে আকর্ষণীয় ছাড়

অ্যামাজনে এইচডিএফসি (HDFC), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) এবং সিটি ব্যাঙ্ক (Citi Bank)-এর কার্ড হোল্ডারা টেকনো পোভা ৫ সিরিজের ওপর বিশেষ ছাড় পাবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ-

  • এইচডিএফসি ডেবিট কার্ড – এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহারকারীরা ইএমআই লেনদেনে ফ্ল্যাট ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন।
  • ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড – ইএমআই: ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের ইএমআই লেনদেনে ১,০০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
  • ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড: ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডে নন-ইএমআই লেনদেনে ৭৫০ টাকা পর্যন্ত ১০% ছাড় মিলবে।
  • সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড – ইএমআই: সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ইএমআই লেনদেনে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।
  • সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড – EMI (১২ মাসের ইএমআই মেয়াদ): সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড ১২ মাসের ইএমআই লেনদেনে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।
  • সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড – নন-ইএমআই: সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে নন-ইএমআই লেনদেনে ৭৫০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।

Tecno Pova 5-এর সিরিজের স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড পোভা ৫-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে। ফোনটি ৪জি এলটিই কানেক্টিভিটি অফার করে এবং এতে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৯৯ চিপটি ব্যবহৃত হয়েছে। ফোনটি বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পোভা ৫ প্রো-ও প্রায় একই রকম স্পেসিফিকেশনের সাথে এসেছে। কিন্তু এটি ৫জি কানেক্টিভিটি অফার করে, তাই এতে ব্যবহৃত প্রসেসরটিও আলাদা। প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপটি রয়েছে এবং এটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। টেকনো পোভা ৫ এবং পোভা ৫ প্রো – উভয় ফোনেই ৮ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট মিলবে৷ এছাড়া, এগুলি ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ। আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব।

ফটোগ্রাফির জন্য, Pova 5-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে শক্তিশালী ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) ক্যামেরা উপস্থিত রয়েছে। এদিকে, Pova 5 Pro-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম বিদ্যমান। এতে একই ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি এআই ক্যামেরা অবস্থান করছে। সেলফির জন্য, Pova 5-এর সামনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এবং প্রো সংস্করণে আরও ভাল ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, এই ফোনগুলিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক ফিচার, ডুয়েল সিম কার্ড স্লট, দ্রুত ওয়াই-ফাই এবং ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট, একটি হেডফোন জ্যাক এবং ভাইব্রেশনের জন্য একটি মোটর রয়েছে৷ Pro সংস্করণটির পিছনে একটি বিশেষ এলইডি ইন্টারফেস রয়েছে, যা রেগুলার Pova 5-এ উপলব্ধ নেই।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago