পকেটসই দামে বাজারে আসছে Tecno Pova Neo 3, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস

Tecno Pova Neo 3 স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে দেখা গেছে

গত মাসে Camon 20 সিরিজটি লঞ্চ হওয়ার পর, এই সিরিজের Tecno Camon 20 Pro 5G ফোনটি কাল ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। এছাড়াও, কিছু রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে, টেকনো বর্তমানে Tecno Pova Neo 3 নামের আরেকটি ডিভাইসের ওপর সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি এই আসন্ন স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে দেখা গেছে, যা এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Tecno Pova Neo 3-এর মূল স্পেসিফিকেশন

গুগল প্লে কনসোল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে, আসন্ন টেকনো পোভা নিও ৩ স্মার্টফোনটির ডিসপ্লে ৭২০×১,৬৪০ পিক্সেল রেজোলিউশন এবং ৩২০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে৷ আর চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য থাকবে মালি জি৫২ জিপিইউ এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে।

এছাড়াও, ওয়েবসাইটটি আসন্ন স্মার্টফোনের ডিজাইনটিও প্রদর্শন করেছে। টেকনো পোভা নিও ৩-এর ডিসপ্লের ওপরে একটি পাঞ্চ-হোল কাট-আউট এবং নীচে চওড়া বেজেল দেখা যাবে। তাই মনে করা হচ্ছে এটি তার পূর্বসূরি, পোভা নিও ২-এর মতো আরেকটি বাজেট-রেঞ্জের ডিভাইস হবে। টেকনো পোভা নিও ৩ লঞ্চের পর কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আসুন পোভা নিও ২-এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Tecno Pova Neo 2-এর স্পেসিফিকেশন

গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Tecno Pova Neo 2-এ ৭২০ x ১,৬৪০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৮২ ইঞ্চির আইপিএস এলইডি ডিসপ্লে রয়েছে, যা ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৪ জিবি/৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ফোনটির স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। Pova Neo 2 অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভিত্তিক হাইওএস ৮.৬ (Hios 8.6) কাস্টম ইন্টারফেসে রান করে, যা ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স প্রদান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Pova Neo 2-এর পিছনে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। Tecno Pova Neo 2-এ ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। এছাড়াও, এতে ডুয়েল-সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি-সি সংযোগ এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক মিলবে। সবশেষে, Tecno Pova Neo 2-এর পরিমাপ ১৭০.৬৮ x ৭৭.৭৯ x ৯.৬৩ মিলিমিটার।