Tecno Spark 10 5G দুদার্ন্ত সেলফি ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, লঞ্চের আগেই ছবি-ফিচার ফাঁস

গতকাল (৯ মার্চ) টেকনো তাদের Spark সিরিজের অধীনে Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C এবং Spark 10 Pro মডেলের তিনটি সেলফি ফোকাসড স্মার্টফোন সামনে এনেছে। ফোনগুলি শীঘ্রই আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ভারত, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ, ইউরোপের বেশ কিছ দেশেও লঞ্চ হবে৷ টেকনো এখন শুধুমাত্র Spark 10 Pro-এর স্পেসিফিকেশনগুলি ঘোষণা করেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার Spark 10 5G এর কিছু লাইভ ছবি শেয়ার করেছেন, যা সামনের ও পিছনের ডিজাইন প্রদর্শন করেছে৷ এর পাশাপাশি তিনি ডিভাইসের বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছেন।

Tecno Spark 10 5G এর লাইভ ইমেজ প্রকাশ্যে

টিপস্টার প্যাশনেটগিকজ টুইটারে টেকনো স্পার্ক ১০ ৫জি-এর কিছু লাইভ ইমেজ শেয়ার করেছেন। এই ছবি অনুযায়ী, স্পার্ক ১০ ৫জি-এর ডিসপ্লেতে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। রিয়ার ক্যামেরাগুলিকে একটি অভিনব উপায়ে সেটআপ করা হয়েছে। প্যানেলের ওপরের বাম কোণে দুটি ক্যামেরা রিং তির্যকভাবে সাজানো আছে। তার মধ্যে ওপরেরটি বড় এবং এতে সম্ভবত প্রাইমারি ক্যামেরা রয়েছে৷

Tecno Spark 10 5G

রিংয়ের নীচে একটি পিল-আকৃতির এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ক্যামেরার রিংটিতে একটি সিঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, টেকনো স্পার্ক ১০ সিরিজের প্রো মডেলটি গ্লাস ব্যাকের সাথে এসেছে। আর স্ট্যান্ডার্ড স্পার্ক ১০ ৫জি-এর রিয়ার শেলের প্রতিফলিত আবেদন দেখে অনুমান করা হচ্ছে যে, এটিও একটি গ্লাস ব্যাক অফার করতে পারে।

Tecno Spark 10 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম

রিপোর্ট অনুযায়ী, টেকনো স্পার্ক ১০ ৫জি-তে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা ১,০৮০ x ২,৪৬০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এছাড়াও জানা গেছে যে, ডিভাইসটি মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত হবে, যা সম্ভবত ৮ জিবি র‌্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 10 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Spark 10 5G-তে ১৮ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এতে ডুয়েল সিম, এনএফসি এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলিও থাকবে। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে Spark 10 5G-এর দাম হবে প্রায় ১৩,০০০ টাকা এবং এটি চলতি মাসেই এদেশে লঞ্চ হবে।