13 হাজারে 5G ফোন, Tecno Spark 10 ভারতে লঞ্চ হল 8 জিবি র‌্যাম ও 5000mAh ব্যাটারির সাথে

Tecno Spark 10 5G এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা

গত সপ্তাহে টেকনো (Tecno) ভারতে তাদের Spark 10 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতে নিঃশব্দে Spark 10 সিরিজের আরেকটি নতুন ডিভাইস উন্মোচন করেছে, যার নাম Tecno Spark 10 5G। এটি কোম্পানির Spark লাইনআপের প্রথম ৫জি ডিভাইস। এই হ্যান্ডসেটটি এদেশে ১৫,০০০ টাকারও কম দামে এসেছে। কম দামে এলেও Tecno Spark 10 5G বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পেসিফিকেশন অফার করে। এতে রয়েছে এইচডি ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Tecno Spark 10 5G-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম জেনে নেওয়া যাক।

Tecno Spark 10 5G Price in India

ভারতে টেকনো স্পার্ক ১০ ৫জি-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। ফোনটি মেটা ব্ল্যাক, মেটা হোয়াইট এবং মেটা ব্লু কালার অপশনে পাওয়া যাবে। স্পার্ক ১০ ৫জি আগামী ৭ এপ্রিল থেকে সারা দেশের বিভিন্ন রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

Tecno Spark 10 5G Specifications and Features

টেকনো স্পার্ক ১০ ৫জি ফোনে একটি বক্সি ফর্ম ফ্যাক্টর রয়েছে। এই ফোনটি ওয়াটারড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত। এতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ৪ জিবি ভার্চুয়াল মেমরি সহ ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 10 5G-এর রিয়ার প্যানেলে একটি বড় রিং এবং আরেকটি ছোট রিং সহ টেট্রিসের মতো ডিজাইন রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Spark 10 5G-তে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, Tecno Spark 10 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১২.৬ (HiOS 12.6) ইউজার ইন্টারফেসে রান করে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এই টেকনো ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে একটি ইউএসবি-সি পোর্ট, এনএফসি, ডুয়েল ৫জি সংযোগ এবং একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক।