ইন্দ্রজালে ধ্বংস হবে শত্রুদের ড্রোন, আকাশপথে হামলা ঠেকাবে এই স্বদেশী প্রতিরক্ষা ব্যবস্থা

ছোট ড্রোন শনাক্ত করা খুব কঠিন৷ এটি খুব কম উচ্চতায় ভাসতে পারে বলে রাডারকেও ফাঁকি দিতে পারে। সম্প্রতি জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা করতে জঙ্গিরা খুব হিসেব কষেই এগিয়েছিল। জিপিএস সিস্টেম লাগিয়ে জম্মুর বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ড্রোন পাঠানো হয়। রেডিও সিগন্যাল পাওয়া বা রেডিয়েশন নির্গমনের ব্যাপার না থাকায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন বোমা ফেলতে সক্ষম হয়। যার ফলে ভবিষ্যতে ঠিক এই ধরনের হামলার মোকাবিলার জন্য প্রয়োজন ‘অ্যান্টি ড্রোন সিস্টেম’।

মানবহীন যানের হামলা ঠেকাতে তাই এই সরঞ্জাম চাইছে বায়ুসেনা। আর আগামী দিনে ভারতবিরোধী শক্তির ড্রোন হামলার মোকাবিলা করতে বায়ুসেনাকে এক বিশেষ ডিফেন্স সিস্টেমের ব্যবহার করতে দেখা যেতে পারে। এখন দেশের সবচেয়ে আলোচিত এই বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার পোশাকি নাম ইন্দ্রজাল (Indrajaal)৷ গ্রিন রোবটিক্স (Grene Robotics) বলে হায়দরাবাদের এক সংস্থার বিজ্ঞানীরা ভারতের এই প্রথম স্বয়ংক্রিয় ড্রোন ডিফেন্স সিস্টেম “ইন্দ্রজাল” তৈরি করেছেন।

গ্রিন রোবটিক্স জানিয়েছে, ইন্দ্রজালের কেবলমাত্র একটি ইউনিট আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), ইনকামিং ওয়েপন, সুইসাইড ড্রোন, এবং লো রাডার ক্রস সেকশন (আরসিএস) টার্গেট থেকে ১০০০-২০০০ স্কোয়ার কিলোমিটার জায়গাকে সুরক্ষিত রাখবে।

গ্রিন রোবটিক্স বিজ্ঞপ্তিতে বলেছে, ম্যানুয়াল ওয়েপন এবং পয়েন্ট ভিত্তিক ডিফেন্স সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্স দ্বারা পরিচালিত আধুনিক যুদ্ধের মোকাবিলা মোকাবিলা করতে পারবে না। সেই জন্য ইন্দ্রজাল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। “ভারতে এই প্রথমবার হলেও আর আগে অনেক বার সন্ত্রাসবাদী গোষ্ঠীরা ইউএভ-এর মতো কাটিং-এজ প্রযুক্তির ব্যবহার করে হামলা চালিয়েছে।”

গ্রিন রোবটিক্স যোগ করে বলেছে, এই ধরনের হামলা থেকে পুরো পশ্চিম সীমান্তকে সুরক্ষিত রাখতে নূন্যতম তিনশো অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা প্রয়োজন। আর্থিক দিক থেকে যা উপযুক্ত বিকল্প নয়। সেখানে মাত্র ছয়-সাতটি ইন্দ্রজাল সিস্টেম দেশের পুরো পুরো পশ্চিম সীমান্তকে ড্রোন হামলা থেকে রক্ষা করবে।

Indrajaal কীভাবে কাজ করবে?

ইন্দ্রজালের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে গিয়ে গ্রিন রোবটিক্স বলেছে, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, এবং রোবোটিক্স দ্বারা চালিত নয়-দশটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত। দিনে, রাতে, যে কোনও আবহাওয়াতে, বছরের ৩৬৫ দিন এটি একই ভাবে কাজ করবে। অস্ত্র বোঝাই এক বা একাধিক আনম্যানড এরিয়াল ভেহিকল, লো-রাডার ক্রস সেকশন সহ এই ধরনের যাবতীয় হামলার বিরুদ্ধে সুরক্ষাবলয় তৈরি করতে সক্ষম এই ইন্দ্রজাল ডিফেন্স সিস্টেম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন