32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Tecno Spark 10 Pro এর গ্রান্ড এন্ট্রি, চাপে Redmi, Realme

Tecno Spark 10 Pro এর ভারতে দাম শুরু হতে পারে ১০,০০০ টাকা থেকে

আজ অর্থাৎ ৬ই মার্চ Tecno একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন ভারতে লঞ্চ করলো। Tecno Spark 10 Pro নামের এই ফোনটিকে ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। যেখানে দাম ছাড়া মডেলটির কালার বিকল্প এবং যাবতীয় ফিচার উল্লেখ আছে। লিস্টিং অনুসারে এই সেলফি-কেন্দ্রিক নতুন হ্যান্ডসেটে – FHD+ ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ, কোয়াড LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আবার সাশ্রয়ী মূল্যের ফোন হওয়া সত্ত্বেও এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। চলুন Tecno Spark 10 Pro -এর স্পেসিফিকেশন সহ অন্যান্য বৈশিষ্ট্য বিস্তারে জেনে নেওয়া যাক।

টেকনো স্পার্ক ১০ প্রো -এর স্পেসিফিকেশন ও ফিচার (Tecno Spark 10 Pro specifications and features)

টেকনো স্পার্ক ১০ প্রো স্মার্টফোনে রয়েছে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং DCI-P3 কালার গ্যামেট প্রযুক্তি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর আছে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১২.৬ (HiOS 12.6) কাস্টম স্কিন চালিত। আবার ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত মেমরি সহ পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্ত ভাবে আরও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া Tecno Spark 10 Pro ফোনে কোয়াড LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি AI লেন্স। এদিকে ডিভাইসের সামনে LED ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে – ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, NFC, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে টেকনোর এই লেটেস্ট ডিভাইসটি ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। আবার নিরাপত্তার জন্য এই ফোনের ডান প্রান্তে অবস্থিত পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকছে। Tecno Spark 10 Pro গ্লাস ব্যাক প্যানেল ডিজাইনের সাথে এসেছে এবং এর পরিমাপ ১৬৮.৪১x৭৬.২১x৮.৪৬ মিমি।

ভারতে টেকনো স্পার্ক ১০ প্রো -এর দাম ও লভ্যতা (Tecno Spark 10 Pro price and availability in india)

সংস্থার তরফ থেকে এর দাম ও লভ্যতা সম্পর্কিত কোনো তথ্য এখনো জানানো হয়নি। তবে ভারতের বাজারে টেকনো স্পার্ক ১০ প্রো হ্যান্ডসেটটিকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে। এগুলি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প হতে পারে। এদেশে ডিভাইসটির প্রারম্ভিক মূল্য সম্ভবত ১০,০০০ টাকা রাখা হবে। সংস্থার ওয়েবসাইট অনুসারে উক্ত টেকনো ফোনটি দুটি আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ‌ হবে – পার্ল হোয়াইট এবং স্টারি ব্ল্যাক।