Tecno Spark 9 সিরিজ সেলফি লাভারদের মনজয় করতে লঞ্চ হল, রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Tecno সম্প্রতি আপগ্রেডেড তথা প্রিমিয়াম ফিচারের সাথে Spark 9 স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সিরিজটিকে মূলত সৃজনশীল Gen-Z বা নব্য প্রজন্মের চাহিদা পূরণের উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে। আর তার জন্যই, উক্ত লাইনআপকে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যাডভান্স ফিল্টার তথা এডিটিং সফ্টওয়্যার, হাই-পারফরম্যান্স প্রসেসর এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি ফ্রন্টের মতো উন্নত ফিচারের সাথে নিয়ে আসা হয়েছে। তবে সমৃদ্ধ ফিচারের পাশাপাশি বাহ্যিক ডিজাইনের প্রতিও সমান গুরুত্ব আরোপ করেছে Tecno। সেক্ষেত্রে এই নবাগত সিরিজে স্লিম বডি এবং রাইট-অ্যাঙ্গেল্ড এজ লাইটওয়েট ডিজাইন দেখা যাবে।

আপগ্রেডেড ক্যামেরা ফিচারের সাথে লঞ্চ হল Tecno Spark 9 Series

টেকনো স্পার্ক ৯ সিরিজের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আপগ্রেড করা হয়েছে। এতে এখন ৮ মেগাপিক্সেলের পরিবর্তে ৩২ মেগাপিক্সেলের এইচডি সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই উন্নত সেন্সর – ক্লিয়ার, ক্রিস্প এবং ডিটেল টেক্সচারের সাথে সেলফি তুলতে দেবে। এমনকি জুম ইন করার পরেও কোয়ালিটির কোনো হেরফের হবে না। এছাড়া, আল্ট্রা এইচডি মোড, ইন্টিলিজেন্ট পিক্সেল অ্যালাইনমেন্ট সহ ৪-ইন-১ সেন্সর চিপ এবং ওয়াইড ফিক্স ফোকাস সহ এফ/২.৪৫ অ্যাপারচারের মতো বৈশিষ্ট্যগুলি, সেলফি সেন্সরটিকে উন্নত মানের ছবি ও ভিডিও ক্যাপচার করতে সাহায্য করবে।

অন্যদিকে, সিরিজ অন্তর্গত Tecno Spark 9 Pro স্মার্টফোনে – এআই সিন লাইট ডিটেকশন সহ অপ্টিমাইজেড সুপার নাইট মোড ৩.০, মাল্টি-ফ্রেম ফিউশন অপ্টিমাইজেশান অ্যালগরিদম এবং কাটিং-এজ টাচ-আপ রিস্টোরেশন টেকনোলজির মতো অত্যাধুনিক ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এই ফিচারগুলির সংমিশ্রণ, অন্ধকার এবং কম আলোতে শুটিং করার সময় অতিরিক্ত লাইট অফারের মাধ্যমে পরিষ্কার ও যথাযথ ছবি তুলতে সহায়তা করবে। এছাড়াও রাতে সেলফি ক্লিক করার জন্য ‘রিং স্ক্রিন ফিল-ইন লাইট’ টেকনোলজি উপলব্ধ থাকছে, যা কম আলোতেও ত্রিমাত্রিক ফিল-ইন আলো প্রদান করার মাধ্যমে সেলফির গুণমান আরো ভালো করবে।

এছাড়াও, Tecno Spark 9 Pro স্মার্টফোনে, এআই পোট্রেট রিস্টোরেশন, ফেস বিউটি (৫.০) মোড, RAW ডোমেনে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন এবং ইন্টেলিজেন্ট অল-সিন এএফ -এর মতো অতিরিক্ত কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারগুলি, বিভিন্ন পরিস্থিতিতে সেলফি তোলার সময় ইউজারের মুখকে উজ্জ্বল ও সুন্দর করে তুলবে।

সেলফি ক্যামেরা ছাড়াও, টেকনো স্পার্ক ৯ সিরিজের রিয়ার ক্যামেরা ইউনিটও খুবই দুর্দান্ত। যেমন, এতে এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 8W AI লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

টেকনো তাদের এই লেটেস্ট স্মার্টফোন লাইনআপের ক্যামেরা ফ্রন্টের পাশাপাশি ডিজাইনের দিকেও সমান ভাবে নজর দিয়েছে। সেক্ষেত্রে, সদ্য লঞ্চ হওয়া টেকনো স্পার্ক ৯ সিরিজ একটি নতুন ডিজাইনের সাথে এসেছে। যেমন এতে, রাইট-অ্যাঙ্গেল্ড এজ এবং ৮.৪২ মিমি লাইট অ্যান্ড স্লিম বডি ডিজাইন দেখা যাবে। আবার, ফোনের ব্যাক প্যানেলে একটি অনন্য শাইনি টেক্সচারের মোজাইক ফিনিশিং লক্ষ্যণীয়। একই ভাবে, সংস্থার নিজস্ব টেকনো গ্যালাক্সি ফিউচারিস্টিক ডুয়াল-রিং ট্রিপল ক্যামেরা নক্সাও ব্যবহার করা হয়েছে সিরিজ অন্তর্গত হ্যান্ডসেটে। আর জানিয়ে রাখি, টেকনো স্পার্ক ৯ সিরিজ মোট চারটি কালার ভ্যারিয়েন্টে এসেছে, যথা – কোয়ান্টাম ব্ল্যাক, বুরানো ব্লু, হলি হোয়াইট এবং হ্যাকার স্টর্ম।

ক্যামেরা ফ্রন্ট ব্যতীত অন্যান্য ফিচারের প্রসঙ্গে আসা যাক এবার। উক্ত সিরিজ অন্তর্গত টেকনো স্পার্ক ৯ প্রো স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চির আল্ট্রা এইচডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি, আর্ম মালি-জি৫২ জিপিইউ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে, যা স্মুথ পারফরম্যান্স অফার করে। অন্যদিকে অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। উক্ত ফোনে সুপার বুস্ট ২.০ টেকনোলজির সাপোর্ট বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থন করে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

52 mins ago

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

11 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

11 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

13 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

13 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

14 hours ago