Tecno Spark Go 2021 ডুয়েল ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল, প্রথম সেলে পাবেন ডিসকাউন্ট

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Tecno-র নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন Spark Go 2021। এই নতুন বাজেট ফোনটি গত বছর চালু হওয়া Tecno Spark Go 2020-এর উত্তরসূরি…

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Tecno-র নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন Spark Go 2021। এই নতুন বাজেট ফোনটি গত বছর চালু হওয়া Tecno Spark Go 2020-এর উত্তরসূরি হিসেবে এসেছে, যাতে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তদুপরি টেকনো স্পার্ক গো ২০২১, অ্যান্ড্রয়েড গো (Go) ওএসের উপর ভিত্তি করে চালিত হবে এবং এটি বাজারে উপলব্ধ ৮,০০০ টাকা রেঞ্জের Realme C20, Poco C3, Infinix Smart 5 এর মত ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন এই নতুন টেকনো স্পার্ক গো ২০২১-এর দাম ও ফিচার ষ সম্পর্কে বিশদ জেনে নেওয়া যাক…

Tecno Spark Go 2021-এর দাম, প্রাপ্যতা

ভারতে টেকনো স্পার্ক গো ২০২১-এর দাম রাখা হয়েছে ৭,২৯৯ টাকা, তবে লঞ্চ অফারের দরুন ফোনটি ৬,৬৯৯ টাকায় কেনা যাবে। আগামী ৭ই জুলাই দুপুর ১২টায় Amazon (অ্যামাজন) থেকে ফোনটির সেল শুরু হবে।

Tecno Spark Go 2021 স্মার্টফোনটি কালো, নীল এবং গ্রেডিয়েন্ট রঙের বিকল্প এসেছে। জানিয়ে রাখি, অ্যামাজনে এই ফোন নিয়ে বিশেষ কুইজে অংশগ্রহণ করে অ্যামাজন পে ব্যালান্স হিসেবে ১,০০০ টাকা জিতে নেওয়া যেতে পারে।

Tecno Spark Go 2021-এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক গো ২০২১ বাজেট ফোন হলেও, এটিতে এইচডি+ রেজোলিউশন এবং ওয়াটার ড্রপ নচ সহ ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। আবার এটির পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়েল ক্যামেরা মডিউল বর্তমান। এই ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এআই লেন্স আছে। আবার সেলফি ও ভিডিও কলের জন্য টেকনো স্পার্ক গো ২০২১ ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Tecno Spark Go 2021 ফোনটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে থাকবে মাইক্রোএসডি কার্ড স্লট সমর্থন। ফোনটি অ্যান্ড্রয়েড গো ওএস এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। কানেক্টিভিটির জন্য Tecno Spark Go 2021 ফোনে ডুয়াল 4G VoLTE, মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অপশন উপলব্ধ। ফোনটির প্রসেসর সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন