Categories: Mobiles

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে Motorola, Samsung-দের 3টি ফোন, থাকবে 50MP ক্যামেরা, আন্ডারওয়াটার প্রোটেকশনও

Upcoming Smartphones: গত সপ্তাহটি পশ্চিমবঙ্গের জন্য বেশ বিশেষ ছিল, কেননা এই গোটা সময় জুড়ে উষ্ণ আবহাওয়ার বদলে দেখা মিলেছে বৃষ্টির, ফলস্বরূপ অধিকাংশ জেলাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। তবে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহ শুধু বাংলা নয় বরঞ্চ গোটা ভারতের, বলা ভালো স্মার্টফোনপ্রেমীদের জন্য খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে! এই কয়েকদিনের মধ্যেই ভারতের বাজারে পা রাখতে চলেছে তিন-তিনটি দুর্দান্ত ফোন। এক্ষেত্রে Motorola তাদের জনপ্রিয় Edge সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে, অন্যদিকে Samsung আনবে একটি মিড রেঞ্জার মডেল।

এছাড়া বাজারের ক্রমবর্ধমান ব্র্যান্ড iQOO একটি বাজেট ফোন আনবে বলে নিশ্চিত হয়েছে। তবে দামের হেরফের থাকলেও প্রতিটি হ্যান্ডসেটই 50MP ক্যামেরা থেকে শুরু করে বিশাল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে ইত্যাদি ফিচারের সাথে লঞ্চ হবে। তাই যারা একদম নতুন ফোন কিনবেন ভাবছেন, তাদের জন্য তো সুখের আসছে বটেই! আসুন, এখন দেখে নিই এই সপ্তাহে কবে ঠিক কী ফোন লঞ্চ হবে এবং এগুলির দাম বা ফিচার কেমন হতে পারে…

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হবে এই তিনটি Smartphone

১. Motorola Edge 50 Fusion: মোটোরোলার এই ব্র্যান্ড নিউ ফোনটি ভারতে আগামী ১৬ই মে দুপুর ১২টায় লঞ্চ হবে। আর ওইদিন থেকে এটি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধও হবে। ইতিমধ্যেই ফোনের ডেডিকেটেড পেজ ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ হয়েছে। উল্লেখ্য, স্মার্টফোনটির দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে থাকবে।

আসন্ন মোটোরোলা ফোনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৬০০ নিটস পিক ব্রাইটনেস লেভেলের ৬.৭-ইঞ্চি কার্ভড পি-ওলেড ডিসপ্লের সাথে আসবে। পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৫০ মেগাপিক্সেল রিয়ার এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও অফার করতে চলেছে। এছাড়াও এতে মিলবে আন্ডারওয়াটার প্রোটেকশন।

২. Samsung Galaxy F55 5G: স্যামসাং প্রেমীরা দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে এই ফোনটির জন্য অপেক্ষা করছেন। সেক্ষেত্রে কোম্পানি আগামী ১৭ই মে দুপুর ১২টায় ভারতে এটি লঞ্চ করতে চলেছে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে হ্যান্ডসেটটি কেনা যাবে, এর দাম ৩০,০০০ টাকার কম হতে পারে।

ফিচারের কথা বললে নতুন স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি, গ্যালাক্সি সি৫৫-এর স্পেসিফিকেশনসহ ভারতে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে গ্যালাক্সি সি৫৫ মডেলে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফাংশন।

৩. iQOO Z9x: চীন এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের পর, আগামী ১৬ই মে ভারতে পা রাখতে চলেছে আইকোর এই নতুন ফোন। এর দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি – তবে, চীনা ভ্যারিয়েন্টটির প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে ফোনটি ২০ হাজার টাকার কম দামে লঞ্চ হবে।

এই নতুন স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭২-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে থাকবে। সাথে মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago