সুখবর, Redmi Note 9 Pro সহ এই পাঁচটি পুরানো Redmi ও Poco ফোনে এল MIUI 13 আপডেট

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা শাওমি (Xiaomi) এখনও তাদের স্মার্টফোনগুলিকে নিজস্ব ইউজার ইন্টারফেসের লেটেস্ট সংস্করণ, MIUI 13-এ আপডেট করছে। যদিও, কোন কোন শাওমি ডিভাইসগুলি এই সংস্করণটির পরিবর্তে MIUI 14 আপডেট পেতে পারে, তা ইতিমধ্যেই জানা গেছে। তবে, এখন শাওমি তাদের পাঁচটি পুরানো ফোনের জন্য MIUI 13 আপডেট রোল আউট করতে চলেছে, যা তাদের গ্রাহক এবং অনুরাগীদের কাছে একটি বড় সুসংবাদ হয়ে এসেছে। চলুন এই পাঁচ শাওমি ডিভাইসে MIUI 13 আপডেট সংক্রান্ত সমস্ত তথ্যগুলি জেনে নেওয়া যাক।

মোট পাঁচটি Redmi এবং Poco ডিভাইস পেতে চলেছে MIUI 13 আপডেট

শাওমিইউআই (Xiaomiui)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত বেশ কয়েকদিন ধরে পাঁচটি পুরানো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক শাওমি ডিভাইসে নতুন এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টমাইজেশন লেয়ারের আপডেট আসতে শুরু করেছে। শাওমির রেডমি (Redmi) ও পোকো (Poco) সাব-ব্র্যান্ডের অধীনে থাকা এই পাঁচ হ্যান্ডসেটগুলি হল- Redmi 9T, Redmi 9T NFC, Redmi Note 9 Pro, Redmi Note 9S এবং Poco X3 NFC।

প্রসঙ্গত, এই সবকটি মডেলই এমআইইউআই ১৩ গ্লোবাল সফটওয়্যারটি পাচ্ছে, যা পূর্ববর্তী এমআইইউআই সংস্করণগুলির সমস্ত বাগ সংশোধন করে এবং শাওমির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সংস্করণটির সমস্ত নতুন ফিচারগুলিকে যুক্ত করে৷ আপনি যদি এই ডিভাইসগুলির মধ্যে কোনও একটির ব্যবহারকারী হন এবং এখনও এই আপডেটটি না পেয়ে থাকেন তবে আতঙ্কিত হবেন না। সার্ভার ক্র্যাশ বা ত্রুটি রোধ করার জন্য সংস্থা ধীরে ধীরে এই মডেলগুলির জন্য এমআইইউআই ১৩ রোলআউট করছে।

তবে, আপনি যদি এই পাঁচটি ডিভাইসের একটির মালিক হন এবং যত তাড়াতাড়ি সম্ভব MIUI 13 আপডেটটি লাভ করতে চান, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

১. উল্লেখিত রেডমি বা পোকো স্মার্টফোনের সেটিংসে যেতে হবে।

২. অ্যাবাউট ফোন (About Phone) অপশনে ক্লিক করতে হবে।

৩. ওপরের বাঁদিকে প্রদর্শিত এমআইইউআই সংস্করণ কার্ডটি ট্যাপ করতে হবে।

৪. ব্যবহারকারীর কাছে এটি ইতিমধ্যে আছে কিনা তা পরীক্ষা করতে বা আপডেটের জন্য চেক অপশনে ক্লিক করতে হবে।

৫. যদি এটি না হয়, তাহলে ওপরের ডান কোণায় থাকা তিনটি উল্লম্ব বিন্দুর অনুরূপ আইকনটি ক্লিক করতে হবে৷

৬. মেনু থেকে আপডেট সেটিংস নির্বাচন করতে হবে।

৭. অবশেষে, এটি অ্যাক্টিভ করতে, নীচে স্ক্রোল করে ডানদিকে “রিসিভ আপডেটস সুনার” (Receive updates sooner)-এর পাশের অপশনটি ট্যাপ করতে হবে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago