iPhone 15 সিরিজসহ এইসব নতুন Smartphone সেপ্টেম্বরে লঞ্চ হবে, জেনে নিন দাম ও অন্যান্য তথ্য

আর হাতে-গোনা কয়েকটা দিন পরেই নতুন মাস – ক্যালেন্ডারে বদল! তবে এই সময়টি ভারতের বাজার এবং টেকদুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ হবে। আসলে অক্টোবর মাসে দেশে উৎসবের মরসুম শুরু হয়। এমতাবস্থায় বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি সেপ্টেম্বরে স্মার্টফোনে নতুন ডিভাইস লঞ্চ করতে চায়, যাতে সেগুলি অক্টোবরের মধ্যে বিক্রির জন্য উপলব্ধ করা যায়। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে ভারতে iPhone 15 সহ একাধিক স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আসুন, এখন দেখে নিই আসন্ন দিনগুলিতে ঠিক কোন কোন ফোন লঞ্চ হতে পারে এবং এগুলির দাম, ফিচার কেমন হতে পারে।

আগামী মাসে বাজারে পা রাখতে পারে এই ফোনগুলি

১. Moto G84 5G: এই ফোনটি ৩০,০০০ টাকার কম বাজেটে আসতে পারে।

এতে সম্ভবত দেওয়া হবে ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ পি-ওলেড (pOLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১,৩০০ নিট হবে। এক্ষেত্রে পারফরম্যান্সের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দেওয়া হতে পারে, সাথে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও দেওয়া হতে পারে। এছাড়া ক্রেতারা এতে ডুয়াল অ্যাটমস স্পিকার এবং ৩.৫ মিমি অডিও জ্যাক পেতে পারেন।

২. Honor 90: এই ফোনটির সম্ভাব্য দাম ৩৫,০০০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

ফিচার বলতে আসন্ন স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি ১.৫কে (1.5K) কোয়াড কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এক্ষেত্রে এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারিও দেখা যেতে পারে। সাথে সম্ভবত দেওয়া হবে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে এটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করতে পারে।

৩. Samsung Galaxy S23 FE: আলোচ্য এই ফোনটি ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে আসবে। এর দাম ৫০,০০০ টাকার বেশি হতে পারে।

তালিকার এই তৃতীয় ফোনটিকে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। জল্পনা অনুযায়ী, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি সম্ভবত পারফরম্যান্সের জন্য এক্সিনস ২২০০ চিপসেট ব্যবহার করতে পারে। যেখানে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে দেখা যেতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১০ মেগাপিক্সেল অফার করবে বলে অনুমান করা হচ্ছে।

৪. Apple iPhone 15 সিরিজ: অন্যান্যবারের মতোই অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ ৭০,০০০ টাকার বেশি দামের প্রাইস ট্যাগসহ আসতে পারে।

আগামী ১২ই সেপ্টেম্বর অ্যাপ আইফোন ১৫ সিরিজ লঞ্চ হবে, যার মধ্যে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Ultra মডেল বাজারে পা রাখতে পারে। এক্ষেত্রে ফোনগুলিতে সর্বোচ্চ ৪,৯১২ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে, যেখানে পারফরম্যান্সের জন্য থাকতে পারে এ১৭ (A17) বায়োনিক চিপসেট।